সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক

ফসলরক্ষা বাঁধের কাজ : এখনও হয়নি ৫৩ হাওরের পিআইসি

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৭:৫৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৭:৫৪:১৬ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধের কাজ : এখনও হয়নি ৫৩ হাওরের পিআইসি
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধ সংস্কারে প্রায় ৭শ প্রকল্পের গ্রহণের সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত মাত্র ৩৭৪টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠিত হয়েছে। কবে সবগুলো পিআইসি গঠিত হবে এবং ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হবে তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা। তবে হাওরে পানি বেশি থাকায় এবং বাঁধ সংস্কারে মাটির সংকটের কারণে কাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলায় চলতি বছর ৫৩টি হাওরের ৫৩৪ কিলোমিটার ফসলরক্ষা বেড়িবাঁধ সংস্কার করা হবে। এর মধ্যে রয়েছে ১০৫টি ক্লোজার (বড় ভাঙ্গন)। ফসলরক্ষা বাঁধ সংস্কারে বরাদ্দ চাওয়া হয়েছে প্রায় ১২৫ কোটি টাকা। তবে প্রাথমিকভাবে ৫৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফসলরক্ষা বাঁধের উদ্বোধন হলেও এটাকে লোক দেখানো বলছে হাওর বাঁচাও আন্দোলন। তারা জানিয়েছে পিআইসি এখনো গঠিত না হওয়ায় কাজ শুরু করতেও বিলম্ব হবে। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন হাওরে পানি বেশি থাকার কারণে এবং মাটি সংকটের কারণেও কাজে বিলম্ব হচ্ছে। চলতি বছর ৮০ ভাগ ফসলরক্ষা বাঁধের কাজ যন্ত্রে এবং ২০ ভাগ কাজ ম্যানুয়াল পদ্ধতিতে করা হবে। তবে বাঁধের মাটি সংকটের কারণেও বাঁধের কাজে বিলম্ব হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ওই সূত্র। পিআইসি বিলম্বে গঠিত হওয়া বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত সরকারের সুবিধাভোগীরা এর আগে প্রভাব দেখিয়ে পিআইসি আদায় করে নিতেন। প্রতিটি পিআইসি থেকে ১-৩ লাখ টাকা লেনদেন হতো। এবার বঞ্চিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কমিটিতে স্থান পেয়ে নিজেদের লোকদের দিয়ে পিআইসি করছেন এমন অভিযোগ করেছেন তাদের দলেরই বঞ্চিতরা। এবারও পিআইসি গঠনে লেনদেনের অভিযোগ উঠেছে। গত ১৪ ডিসেম্বর শাল্লায় পিআইসি গঠন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের এসওসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বঞ্চনার সুবিচার দাবি করে বিএনপির একটি অংশ। তাদের আন্দোলনের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যক্রম স্থগিত রাখেন। তবে গত ১৭ ডিসেম্বর তিনি শাল্লায় গিয়ে আলোচনা করে মৌখিক স্থগিতাদেশ তুলে নিয়ে কাজ শুরুর নির্দেশনা দেন। শাল্লা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরামুল হোসেন বলেন, প্রকৃত কৃষকরা ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আমরা চাই নীতিমালার আলোকে কৃষকের ফসলরক্ষা বাঁধ হোক। কোনও অনিয়ম ও দুর্নীতি করলে আমরা কৃষকদের নিয়ে আন্দোলন করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমরা এখন পর্যন্ত ৩৭৪টি পিআইসির কমিটি গঠন করতে পেরেছি। এই মাসেই সবগুলো কমিটি গঠন করা হবে এবং কাজও শুরু হবে। হাওরে পানি বেশি থাকায় এবং মাটির সংকটের কারণে কাজে বিলম্ব হচ্ছে। আশা করি চলতি মাসেই সবগুলো পিআইসির কমিটি সম্পন্ন করে কাজ শুরু করা যাবে। আর মাটির সংকট স্থানীয়ভাবে সমাধান করতে নির্দেশনা দেওয়া আছে। জেলা প্রশাসক ও ফসলরক্ষা সংশ্লিষ্ট কমিটির সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শাল্লায় পিআইসির জন্য প্রতিবাদ করেছিল কিছু লোক। এটির সমাধান হয়েছে। নীতিমালার আলোকেই আমরা সব কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স