সুনামগঞ্জ , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান বিজয় দিবস উদযাপিত: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র নাদের বখত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ দুর্নীতির প্রতিবাদ করলেই ক্যাডারের মতো হুমকি দেন সালাম নিয়ম রক্ষায় ‘লোকদেখানো’ উদ্বোধন নির্ধারিত দিনে শুরু হলো না বাঁধের কাজ চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ কর্মজীবনের সবখানেই রেখে এসেছেন দুর্নীতির অমোচনীয় চিহ্ন জামালগঞ্জে নাশকতার মামলায় মৎস্যজীবি লীগ আহ্বায়ক সফিক গ্রেফতার বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ প্রকল্প কাজের সাইনবোর্ডে মূল্য সংযোজন কর ও আয়কর কর্তনের বিষয় উল্লেখ রাখার দাবি শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করবে কে? আ.লীগ নেতা মিসবাহকে কুপিয়ে জখম, মুক্তিপণের বিনিময়ে মুক্তি দোয়ারাবাজারে হিন্দুদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই মেরুতে বিএনপি-জামায়াত দিনমজুরের জমি দখল করে প্রভাবশালীর ঘর নির্মাণের অভিযোগ অন্তর্বর্তী সরকার উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা সঠিক নিয়মে বাঁধের কাজ করার তাগিদ শান্তিগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত এসএসসি ব্যাচ ৮৬ মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা

ছাত্র জমিয়তের আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৮:১৯ পূর্বাহ্ন
ছাত্র জমিয়তের আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত
১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা শহরে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জামেয়া মাদানিয়া ক্যাম্পাস, সরকারি কলেজ ক্যাম্পাস ও পৌর শাখার যৌথ উদ্যোগে পৌর ছাত্র জমিয়তের আহবায়ক আব্দুল্লাহ গাজীনগরীর সভাপতিত্বে, সরকারি কলেজ ছাত্র জমিয়তের আহবায়ক রিয়াজ উদ্দীন ও পৌর ছাত্র জমিয়তের সদস্য সচিব মাহমুদ হাসান ফারাবীর যৌথ সঞ্চালনায় ‘বিজয়ের অর্ধ শতাব্দী : নতুন বাংলাদেশ ও আগামীর স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভা ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ছাত্র বিষয়ক স¤পাদক হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের অন্যতম দায়িত্বশীল মাওলানা মিজানুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক জিয়াউল করীম, অর্থ সম্পাদক আতিকুর রহমান কামালী, প্রচার সম্পাদক সুমন আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জমিয়ত উলামায়ে ইসলাম শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেনি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৭১ এ দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারপরও আমরা স্বাধীনতার স্বাদ নিতে পারিনি। আজ ২৪-এর স্বাধীনতার পর আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি। আজ যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে সে সংগঠনগুলোকে বলে দিতে চাই, আপামর ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে সে সংগঠনগুলোকে ধুলিস্যাৎ করে দিবে ইনশাআল্লাহ। আজ আমাদের ওপর ভারতীয় আগ্রাসন যেভাবে বাংলাদেশের উপর একের পর এক ফ্যাসিস্ট সরকার চালিয়ে যাচ্ছে, আমরা তার দৃঢ় মোকাবেলা করব। এবং আমরা সেগুলো মোকাবেলা করার জন্য জন্ম থেকেই প্রস্তুত হয়ে আছি। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আজকের এই স্বাধীনতা বিজয় দিবসে আজকে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি এবং স্বাধীনভাবে এই দেশে আমরা কথা বলতে পারছি। বিগত ৫৩ বছর যাবত এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। বিশেষ করে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে সকল গণহত্যা চালিয়েছে যেমন পিলখানার গণহত্যার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যা এবং সর্বশেষ জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রজনতার এ আন্দোলনে দুই হাজারেরও অধিক ছাত্র-জনতাকে যে শহীদ করা হয়েছে এই বিজয়ের বাংলাদেশে এ স্বাধীন বাংলাদেশে গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে যদি কোনো প্রকার ষড়যন্ত্র বা কোনো প্রকার চক্রান্ত করা হয় তাহলে সকল চক্রান্ত রুখে দেওয়া হবে এবং তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মাওলানা আনোয়ার হোসেন, মাস্টার আজিজুর রহমান, মাওলানা আতাউর রহমান, হাফিজ সাকিব মাহমুদ, যুবনেতা ফয়সল আহমদ, মাওলানা নাসরুজ্জামান, ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুন, মুহিবুর রহমান, আব্দুজ জহির, নাজির আহমদ নুমান, সাইদুর রহমান চৌধুরী, আবুবকর সিদ্দিক, মুজাহিদ আহমদ, মাহবুব রহমান, মাহফুজ আহমদ, রাহি আহমদ, রবিউল ইসলামসহ বিভিন্ন ক্যাম্পাস ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স