বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে : জেলা প্রশাসক
- আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:২৫:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বীর শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি আমরা। তিনি শহীদ বীর মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।
তিনি বলেন, সুনামগঞ্জে অফুরন্ত শস্য ভা-ার রয়েছে। এই জেলার সবজি, মাছ অন্য জেলায় বিক্রি হয়। ধান, মাছ ও সবজি উৎপাদনে বিশেষ অবদান রেখেছে এই জেলা। এমনকি বিদেশেও রপ্তানী হয়ে আসছে মাছ। পুরো জেলা এক রতœ ভা-ার বলা যেতে পারে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের মধ্যে উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ