বিশ্ব শিশু দিবসে ইসলামিক রিলিফের পুরস্কার বিতরণ
- আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:১৯:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:১৯:১৩ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
বিশ্ব শিশু দিবস উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই উপজেলা এতিম শিক্ষার্থীদের খেলাধুলার আয়োজন করে। এতে শিখন প্রকল্পের ৫০ শিক্ষার্থী অংশ নেয়। খেলা শেষে পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরীর সভাপতিত্বেও ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই অফিসের ইনচার্জ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক সাধারণ সম্পাদক কুদরত পাশা, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী ইনচার্জ আতাউর রহমানসহ অভিভাবকগণ। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ