ধর্মপাশায় খাস জায়গা থেকে মাটি উত্তোলন
এস্কেভেটর জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
- আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৯:০৪:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৯:০৪:৫৫ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতু সংলগ্ন এলাকার সরকারি খাস জায়গা থেকে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করা ও তা অন্যত্র বিক্রি করার অপরাধে একটি খননযন্ত্র (এস্কেভেটর) জব্দ ও শামীম মিয়া (২২) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ব্যক্তির বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার গৌরীপুর গ্রামে। গত সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই দ- দেন। জরিমানার টাকা পরিশোধ করার পাশাপাশি দ- পাওয়া ওই ব্যক্তিটি ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ