প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল
দৈনিক দিনকাল প্রকাশের অনুমতি পেয়েছে। রোববার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সাক্ষরিত অফিস আদেশে দৈনিকটি প্রকাশের সাময়িক অনুমতি দেওয়ার কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, তথ্যের অবাধ প্রবাহ, বাক স্বাধীনতা ও পত্রিকা সংশ্লিষ্ট সাংবাদিক কর্মচারীদের স্বার্থ বিবেচনায় অনুমতি দেওয়া হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পত্রিকাটির প্রকাশক হিসেবে রয়েছেন।
২০২২ সালের ২৬ ডিসেম্বর পত্রিকাটির প্রকাশনা অনুমতি বাতিল করেছিল সরকার। বাতিল আদেশের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত স¤পাদক ড. রেজোয়ান সিদ্দিকী প্রেস আপিল বোর্ডে আপিল করেন। পরের বছর ১৯ ফেব্রুয়ারি বোর্ডের রায়ে বাতিলের রায় বহাল রাখা হয়। পরে দৈনিকটির ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিমুল বিশ্বাস বাতিল আদেশ স্থগিত চেয়েছিলেন। শিমুল বিশ্বাসের আবেদনের ভিত্তিতে এখন অনুমতি দেওয়া হলো।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ