সুনামগঞ্জ , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, কনস্টেবল শ্রীঘরে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে মরা চেলা নদীতে বালুখেকোদের তান্ডব, হুমকিতে রোপওয়ে আশ্রয়ণ প্রকল্প টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তবায়ন প্রকল্পের সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার এক মাসে জব্দ প্রায় ১৫ কোটি টাকার অবৈধ পণ্য জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন পথে যেতে যেতে : পথচারী সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা বজ্রপাতের ঝুঁকিতে সুনামগঞ্জ শীর্ষে বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক শহরে সক্রিয় মাদক কারবারিরা

​শান্তিগঞ্জে বিএনপি’র শোকসভা

  • আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১২:৪৬:১২ পূর্বাহ্ন
​শান্তিগঞ্জে বিএনপি’র শোকসভা
কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ অন্যান্য শহীদদের স্মরণে শোকসভা ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। রবিবার বিকাল ৫টায় দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রচার স¤পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার। দরগাপাশা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ স¤পাদক মুহাম্মদ আলী চৌধুরী শাহ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যের আগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীসহ সকল শহীদের পরকালীন জীবনের শান্তি কামনা করেন মুরাদ চৌধুরী। তিনি বলেন, এ স্বাধীনতার অগ্রনায়ক হচ্ছেন এ দেশের ছাত্রসমাজ। আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। দীর্ঘদিন পর আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছি। এটা ভাবতেই ভালো লাগছে। প্রতিটি হত্যাকা-ের বিচার চাই। নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করি।

শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা নাজমুল চৌধুরী, দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. মাসুক আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক স¤পাদক দিলদার চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সজ্জাদুর রহমান, মনফর আলী, ইউনিয়ন যুবদল নেতা সৈয়দ টিপু আলী, যুবরাজ চৌধুরী, জামাল খাঁন, সারোয়ার আহমদ, শ্রমিক দলনেতা ইউনূছ খাঁন ও যুবদল নেতা মিঠু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আনু চৌধুরী, মো. হান্নান মিয়া, জুয়েল চৌধুরী, মো. নূরাই মিয়া, সাজুল মিয়া, সাফার উদ্দিন, তাহেল চৌধুরী, লিমন চৌধুরী, কামরুল মিয়া, রাজিব মিয়া, শফিক মিয়া, জাহাঙ্গীর আলম, হানিফ মিয়া, আতিকুর রহমান আতিক, যুবদল নেতা আমীন চৌধুরী, ছাত্রনেতা নুবেল আহমদ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী সাদিক আলী। শোকসভায় মোনাজাত পরিচালনা করেন দরগাপাশা-নোয়াগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ওবায়দুল হক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে

সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে