বীরগাঁও প্রিমিয়ার ক্রিকেট লীগে ইলেভেন ফাইটার্স চ্যাম্পিয়ন
- আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৭:৫৫:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৭:৫৫:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়ন বীরগাঁও প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন ৪-এ চ্যা¤িপয়ন হয়েছে ইলেভেন ফাইটার্স। রবিবার দুপুরে লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। পূর্বপাড়া মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইলেভেন স্টার। নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৭ রান। ১৪৮ রান তাড়া করতে নেমে ৬ ওভার হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় আসরের অন্যতম শক্তিশালী দল ইলেভেন ফাইটার্স। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন তাপ্পু আহমদ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত নাবিল এবং সর্বোচ্চ উইকেট শিকারি নির্বাচিত হন পারভেজ আহমদ।
বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগাঁও গ্রামের মুরব্বী নূরজালাল করিম, জামিনুল হক, রিজু আহমদ, সারকুল মিয়া, আম্বু মিয়া, সাংবাদিক শহীদনূর আহমেদ, রুমেল আহমদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ