সুনামগঞ্জ , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান বিজয় দিবস উদযাপিত: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র নাদের বখত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ দুর্নীতির প্রতিবাদ করলেই ক্যাডারের মতো হুমকি দেন সালাম নিয়ম রক্ষায় ‘লোকদেখানো’ উদ্বোধন নির্ধারিত দিনে শুরু হলো না বাঁধের কাজ চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ কর্মজীবনের সবখানেই রেখে এসেছেন দুর্নীতির অমোচনীয় চিহ্ন জামালগঞ্জে নাশকতার মামলায় মৎস্যজীবি লীগ আহ্বায়ক সফিক গ্রেফতার বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ প্রকল্প কাজের সাইনবোর্ডে মূল্য সংযোজন কর ও আয়কর কর্তনের বিষয় উল্লেখ রাখার দাবি শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করবে কে? আ.লীগ নেতা মিসবাহকে কুপিয়ে জখম, মুক্তিপণের বিনিময়ে মুক্তি দোয়ারাবাজারে হিন্দুদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই মেরুতে বিএনপি-জামায়াত দিনমজুরের জমি দখল করে প্রভাবশালীর ঘর নির্মাণের অভিযোগ অন্তর্বর্তী সরকার উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা সঠিক নিয়মে বাঁধের কাজ করার তাগিদ শান্তিগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত এসএসসি ব্যাচ ৮৬ মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা

যাদুকাটায় অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৭:৪৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৭:৪৯:১০ পূর্বাহ্ন
যাদুকাটায় অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে ব্যবস্থা গ্রহণে জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার ব্যবসায়ী ও সচেতন জনগণের পক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই কিছু লোক বিভিন্নভাবে বালুমহালের ব্যবসায়ী ও সুবিধাভোগীদের নিকট হতে বিভিন্নভাবে চাঁদা আদায় করতো। ৫ আগস্ট পরবর্তীতে পটপরিবর্তনের পর জেলা প্রশাসক উক্ত বালু মহালের ইজারাদারদের ইজারা বাবদ প্রতি ফুট বালুতে ৯ (নয়) টাকা করে আদায়ের নির্দেশ দেওয়া হয়। কিছুদিন এই আদেশ পালন করার পর বালু মহালের ইজারাদার পুনরায় সেই পুরোনো রূপে ফিরে গিয়ে নিজ মর্জিমত ইজারা নির্ধারণ করেছেন। বর্তমানে ইজারাদার প্রতি ফুট বালুতে ১১ (এগারো) টাকা নিচ্ছেন। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, যাদুকাটা নদীর চান মিয়ার ঘাট হতে প্রতি ফুট বালুতে অবৈধভাবে আরও অতিরিক্ত ৮ (আট) টাকা করে উত্তোলন করছেন ইজারাদার মো. রতন মিয়া ও তার সহযোগী বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের তারা মিয়ার ছেলে ইকরাম, তোতা মিয়ার ছেলে ডালিম, জিন্নাহ, তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের মৃত মাওলানা রমজান আলীর পুত্র মো. ফারুক মিয়া ও তাদের সহযোগীরা। এদিকে ইজারাদার অবৈধভাবে পরিবেশ বিধ্বংসী শেভ মেশিন দ্বারা বালু উত্তোলন করছেন এবং প্রতি শেভ মেশিন হতে ৫ হাজার থেকে ৬ হাজার করে টাকা নিচ্ছেন। এছাড়া প্রতি রাতেই যাদুকাটা নদীর বালু মহালের পাড় কাটা হয় বলেও উল্লেখ করা হয়। প্রতি রাতেই ইজারাদার ও তার লোকজনের এসব কর্মকা-ে নিজেরা নিজেরা ভাগ-বাটোয়ারা নিয়ে মারামারি করে নদী পাড় এলাকার মানুষের বসবাসের পরিবেশ নষ্ট করছে। স্মারকলিপিতে যাদুকাটা নদীতে ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ করাসহ এসব পরিবেশ বিনষ্টকারী কর্মকা- বন্ধে পদক্ষেপ গ্রহণ করার কথাও উল্লেখ করেন তারা। এদিকে ব্যবস্থা গ্রহণ ও কার্যার্থে সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অনুলিপি প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স