প্রায় দেড় কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
- আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩৯:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩৯:২৭ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে ১ কোটি ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহ¯পতি ও শুক্রবার সিলেট-সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, গত দুই দিন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা-পাতা, চকলেট, শুকনা সুপারি, পান, ফুচকা, মদ, ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং মোটরসাইকেল আটক করে। আটক মালামালের মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটক চোরাচালানি মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ