দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি সম্পন্ন
- আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩৮:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩৮:৩২ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ে এ মেধা বৃত্তি সম্পন্ন হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) অভিজিৎ সূত্রধর, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক স¤পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, রাজানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ রঞ্জন পুরকায়স্থ, গছিয়া শামসুদ্দিন সিকান্দার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী চৌধুরী প্রমুখ।
অতিথিদের স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন বলেন, ২০২২ সালে আমরা প্রেসক্লাবের নতুন কমিটি অভিষেক উপলক্ষে এ বৃত্তি পরীক্ষা চালু করি, এরই ধারাবাহিকতায় এবার শুধুমাত্র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামীতে আরও বড় পরিসরে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। প্রায় দুইশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তিনি ছাত্র শিক্ষক অভিভাবকসহ সকলকে ধন্যবাদ জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ