সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে মানা হচ্ছে না নির্দেশনা : টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা চলছেই
লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়

এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন
এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ৪২০ টাকা নেয়ার অভিযোগ উঠেছে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। অপরদিকে অতিরিক্ত টাকা ও টাকা নেয়ার রশিদও না দেয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকগণ। এনিয়ে শিক্ষার্থী,অভিভাবক ও সচেতনমহলে চরম ক্ষোভ বিরাজ করছে। সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানাযায়, গত ২ ডিসেম্বর থেকে আগামী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয় আর চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত। এই ফরম পূরণে সিলেট শিক্ষা বোর্ড নির্ধারিত ফি হচ্ছে বিজ্ঞান বিভাগে ২২৪০ টাকা, মানবিক ও ব্যবসা বিভাগে ২১২০টাকা। কিন্তু এ বিদ্যালয়ে নেওয়া হচ্ছে ২৬৬০ টাকা। নিয়মনীতি অনুসরণ না করে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। কোন উপায় না পেয়ে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করছেন শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশ গ্রহণ করবেন তামিম হাসান। তিনি জানান,আমি ফরম পূরণ করেছি ২৬৫০ টাকা দিয়ে কিন্তু বিদ্যালয় থেকে কোনো রশিদও দেয়া হয়নি। কথা মত টাকা না দিলে কথা কাটাকাটি হয়। পরে পুরো টাকা দিয়েই ফরম পূরণ করতে হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম জানান, পরীক্ষায় অংশগ্রহণকারীদের ১১২জনের মধ্যে এ পর্যন্ত মধ্যে ৯২ জন ফরম পূরণ করেছেন। বোর্ড নির্ধারিত ফরম পূরণের টাকার চেয়ে অতিরিক্ত ৪২০টাকা নেয়া হচ্ছে ৬টি মর্ডেল টেস্ট পরীক্ষা নেয়া হবে তার জন্য। অভিভাবকদের সাথে আলোচনা করেই বাড়তি টাকা নেয়া হয়েছে। তাহলে এখন কেন অভিযোগ উঠেছে জানতে চাইলে তিনি জানান, আমিও বুঝতে পারছি না কেন তারা এখন এমন করছেন। আর টেস্ট পরীক্ষায় ১-৭ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বিষয়ে ১শত টাকা নিচ্ছেন জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। টাকা নেয়ার রশিদ দেননি কেন জানতে চাইলে তিনি জানান, ইচ্ছে করেই দেয়া হয়নি। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম জানিয়েছেন, বোর্ড নির্ধারিত টাকার বাইরে আমার উপজেলার কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নিয়ে থাকে তাহলে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ

অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ