শোক সংবাদ
বিশিষ্ট ব্যবসায়ী অমলেন্দু রায়ের মৃত্যু
- আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৮:২৫:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:৫০:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: মেসার্স রামকৃষ্ণ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অমলেন্দু রায় গত বুধবার ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি তিন পুত্র অপু রায়, অসীম রায়, অনুপম রায় বাবলু ও দুই কন্যা অমিতা রায় ও ছন্দা রায়সহ দশ জন নাতি-নাতনী এবং অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অমলেন্দু রায় শহরের রামকৃষ্ণ আশ্রম, জগন্নাথ মন্দির ও কালি মন্দির পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ