সুনামগঞ্জ , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান বিজয় দিবস উদযাপিত: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র নাদের বখত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ দুর্নীতির প্রতিবাদ করলেই ক্যাডারের মতো হুমকি দেন সালাম নিয়ম রক্ষায় ‘লোকদেখানো’ উদ্বোধন নির্ধারিত দিনে শুরু হলো না বাঁধের কাজ চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ কর্মজীবনের সবখানেই রেখে এসেছেন দুর্নীতির অমোচনীয় চিহ্ন জামালগঞ্জে নাশকতার মামলায় মৎস্যজীবি লীগ আহ্বায়ক সফিক গ্রেফতার বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ প্রকল্প কাজের সাইনবোর্ডে মূল্য সংযোজন কর ও আয়কর কর্তনের বিষয় উল্লেখ রাখার দাবি শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করবে কে? আ.লীগ নেতা মিসবাহকে কুপিয়ে জখম, মুক্তিপণের বিনিময়ে মুক্তি দোয়ারাবাজারে হিন্দুদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দুই মেরুতে বিএনপি-জামায়াত দিনমজুরের জমি দখল করে প্রভাবশালীর ঘর নির্মাণের অভিযোগ অন্তর্বর্তী সরকার উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা সঠিক নিয়মে বাঁধের কাজ করার তাগিদ শান্তিগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত এসএসসি ব্যাচ ৮৬ মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা

দোয়ারাবাজারে হিন্দুদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৭:৪০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৮:২৩:৩৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে হিন্দুদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪
সুনামকণ্ঠ ডেস্ক :: ‘ধর্ম অবমাননার’ ঘটনাকে কেন্দ্র করে দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। শনিবার (১৪ ডিসেম্বর) এই চার জনকে গ্রেফতারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গ্রেফতাররা হলেন, মংলারগাও গ্রামের ছবদিল আলমের পুত্র আলীম হোসেন (১৯), মাঝেরগাও গ্রামের আব্দুর রহিমের পুত্র সুলতান আহমেদ রাজু, পূর্ব মাছিমপুর গ্রামের আমরু মিয়ার পুত্র ইমরান হোসেন (৩১) এবং শাহজাহান হোসেন (২০)। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হোসেনও গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান চলছে। পুলিশ সদর দফতরের বরাত দিয়ে প্রেস উইং থেকে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেয়। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করা হয়। পরে স্থানীয়রা ওই তরুণকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স