শান্তিগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত
- আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে ট্রাক চাপায় জাকিরুল ইসলাম জাকির নামের ২৪ বছরের এক যুবক নিহত হয়েছেন। জাকিরুল পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন খারাসাবাড়ির বাসিন্দা মরহুম আশকর আলীর ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, বৃহ¯পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (সিলেট মেট্রো ন ১১-১৯২২) জাকিরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী ও জয়কলস হাইওয়ে থানার ওসি মো. আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকরাম আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাইওয়ে ওসি মো. আব্বাস আলী বলেন, গাড়িটি আমাদের দায়িত্বে আছে। ড্রাইভারকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ