সুনামগঞ্জ , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি’র ৭০ নেতাকর্মীকে অব্যাহতি জামালগঞ্জের শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আবারও চুরি খলিল রহমান আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ দশ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরসহ ৭ আসামি খালাস ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামালগঞ্জে এখনো হয়নি পিআইসি , নিয়ম রক্ষায় লোক দেখানো বাঁধের কাজ উদ্বোধন ফসলরক্ষা বাঁধের কাজ : এখনও হয়নি ৫৩ হাওরের পিআইসি মহান বিজয় দিবস উদযাপিত: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র নাদের বখত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ দুর্নীতির প্রতিবাদ করলেই ক্যাডারের মতো হুমকি দেন সালাম নিয়ম রক্ষায় ‘লোকদেখানো’ উদ্বোধন নির্ধারিত দিনে শুরু হলো না বাঁধের কাজ চিরগৌরবে সমুজ্জ্বল মহান বিজয় দিবস আজ কর্মজীবনের সবখানেই রেখে এসেছেন দুর্নীতির অমোচনীয় চিহ্ন জামালগঞ্জে নাশকতার মামলায় মৎস্যজীবি লীগ আহ্বায়ক সফিক গ্রেফতার বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ প্রকল্প কাজের সাইনবোর্ডে মূল্য সংযোজন কর ও আয়কর কর্তনের বিষয় উল্লেখ রাখার দাবি
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ

বেড়েই চলছে প্রকল্প, সরকারি অর্থ লোপাটের শঙ্কা

  • আপলোড সময় : ১৩-১২-২০২৪ ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৪ ১২:৫৩:৫৪ পূর্বাহ্ন
বেড়েই চলছে প্রকল্প, সরকারি অর্থ লোপাটের শঙ্কা
বিশেষ প্রতিনিধি :: পানিসম্পদ, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্প্রতি হাওর পরিদর্শনে এসে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ফসলরক্ষা বাঁধের প্রকল্প গ্রহণ না করার স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। জেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ সংক্রান্ত কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াও বিভিন্ন উপজেলায় গিয়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নিয়োজিত উপজেলা কমিটিকেও অতিরিক্ত, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এসব নির্দেশনার পরও সংশ্লিষ্টরা তা মানছেন না। বেড়েই চলছে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের তালিকা। চূড়ান্ত প্রকল্পগুলো উন্মুক্ত না করে গোপন রাখা হয়েছে এমন অভিযোগও উঠেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্টরা ৬শ প্রকল্প নেওয়া হবে বললেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অনুমোদিত প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৫টি। এই সংখ্যা সাতশর ঘরে পৌঁছে যাবে বলে আভাস পাওয়া গেছে। এবার হাওরের অস্থায়ী ফসলরক্ষা বাঁধ নির্মাণে সরকারের কাছে ১২৫ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর হাওরের বরাদ্দে নেতাকর্মীদের বাড়ির সড়ক, স্থায়ী সড়ক নির্মাণের পাশাপাশি অপ্রয়োজনীয়, অতিরিক্ত প্রকল্পও গ্রহণ করা হয় বলে হাওরবাসীর অভিযোগ আছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ডের উপজেলায় কর্মরত এসও (সাবস্টেশন অফিসার) বাইরের জেলা থেকে মওসুমে বাঁধের প্রাক্কলন করতে আসা সার্ভেয়ারদের দিয়ে অক্ষত, অল্প ক্ষতিগ্রস্ত প্রকল্পেও সমান বরাদ্দের বাজেট করে নেন। এবারও একই কারণে বাঁধের সংখ্যা দ্রুত বাড়ছে। এতে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি অপরিকল্পিত ও অতিরিক্ত বাঁধ হাওরের স্বাভাবিক প্রকৃতিরও ক্ষতি করবে বলে বিভিন্ন ফোরামে দাবি জানিয়ে আসছেন হাওর আন্দোলনের নেতৃবৃন্দ। গত সপ্তাহে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছিলেন চলতি মওসুমে ৬শ’র অধিক প্রকল্প গ্রহণ করা হবেনা। গত ২৬ নভেম্বর হাওর পরিদর্শনে আসেন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি ওইদিন সাফ জানিয়ে দিয়েছিলেন পরিবেশের ক্ষতি করে এমন কোনও অতিরিক্ত প্রকল্প গ্রহণ করা যাবেনা। গত ৫ ডিসেম্বর ফসলরক্ষা বাঁধ নির্মাণসংক্রান্ত জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শাল্লা উপজেলায় গিয়েও হাওরের বাঁধে প্রয়োজনের চেয়ে এবার কম টাকা লাগবে বলে মন্তব্য করে প্রচ্ছন্নভাবে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দেন। প্রকল্প বাস্তবায়নে যারা জড়িত তাদেরকেও তিনি এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে আসেন। তবে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৬৭৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই সংখ্যা সাতশর ঘরে গিয়ে পৌঁছবে বলে ওই সূত্র জানিয়েছে। গত বছর জেলায় ৭৩৪টি প্রকল্প গ্রহণ করা হয়। যার প্রায় শতাধিক অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বলে সংবাদ সম্মেলন, সমাবেশ ও স্মারকলিপি দিয়ে প্রতিবাদ করেছিল হাওর বাঁচাও আন্দোলন। তারা অতিরিক্ত এই প্রকল্পের পাশাপাশি অল্প ক্ষতিগ্রস্ত, অক্ষত প্রকল্পেও সমান বরাদ্দ দিয়ে সরকারি অর্থ হাতানোর পাঁয়তারা করা হয় এমন অভিযোগ করেছিল। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, চলতি মওসুমে ৫৩টি হাওরের ৫৩৪ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ সংস্কার ও মেরামতে ১২৫ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৫৩টি হাওরের ফসলরক্ষা বাঁধ পুনঃনির্মাণ, সংস্কার ও মেরামত করতে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) কাজ করবে। এবার ১০৫টি ক্লোজারেও (বড় ভাঙ্গন) কাজ করা হবে। আগামী ১৫ ডিসেম্বর ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে ২৮ ডিসেম্বর কাজ শেষ করার কথা। হাওর আন্দোলনের নেতৃবৃন্দ জানান, প্রতি বছর প্রকল্প বাড়িয়ে সরকারি বরাদ্দ লোপাটের ধান্দায় থাকা সিন্ডিকেট এবারো উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে প্রকল্প বাগিয়ে নিতে তৎপর হয়ে ওঠেছে। তারা নানাভাবে তদবির করে ইতোমধ্যে সফলকামও হয়েছে। শাল্লা, দিরাই, তাহিরপুর ও শান্তিগঞ্জসহ কয়েকটি উপজেলায় প্রকাশ্যে এই তৎপরতা শুরু হয়েছে। হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ সংক্রান্ত জেলা কমিটির সদস্য ও এবি পার্টির জেলা কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, প্রতি বছরই হাওরের বরাদ্দ লোপাট করতে নানা ফন্দিফিকির করা হয়। অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণের সঙ্গে অল্প ক্ষতিগ্রস্ত ও অক্ষত প্রকল্পেও সমান বরাদ্দ দিয়ে নকশা করেন সার্ভেয়াররা। পিআইসি সিন্ডিকেটের লোকজন ঘুষ দিয়ে এসব প্রকল্প নিয়ে ব্যবসা করে। এবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সচেতন থেকে অপ্রয়োজনীয় প্রকল্প না বাড়ানোর নির্দেশনা দিলেও সেটি মানা হচ্ছেনা। ঘোড়ার মতো লাফিয়ে বাড়ছে প্রকল্প সংখ্যা। পিআইসি’র সেই সিন্ডিকেট তৎপর হয়ে ওঠেছে এবারও। শাল্লা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন বলেন, যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে কাজ শুরুর আগে এবং ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে উন্মুক্ত করা হোক। তাহলে স্বচ্ছতা আসবে। নাহলে গোপন রেখে অনুমোদন দেওয়া হলে দুর্নীতি ও অনিয়ম থাকবেই। অপ্রয়োজনীয় প্রকল্পগুলোতে আগের সিন্ডিকেট তাদের স্বজনদের নামে গ্রহণ করাচ্ছে এসব জানতে পারছি আমরা। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, আমি ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে হাওরে ফসলরক্ষা বাঁধের অনিয়ম না করার অনুরোধ জানিয়েছি। নীতিমালার আলোকে গণশুনানী করে পিআইসি গ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদের মতামত নিয়ে প্রকল্প তালিকা উন্মুক্ত করতে হবে। বাঁধের সিদ্ধান্ত নিবেন কৃষকরাই। এভাবে করা হলে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণের সুযোগ থাকবেনা। সরকারি অর্থও অপচয় হবেনা এবং প্রকৃতিরও ক্ষতি হবেনা। এবার বাঁধ নির্মাণকাজে অনিয়ম হলে আমরা আইনী ব্যবস্থা নেব। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমরা খুব সাবধানে এবার প্রকল্প গ্রহণ করছি। কোনও অনিয়ম যাতে না হয় স্পষ্ট নির্দেশনা আছে। এ পর্যন্ত ৬৭৫টি প্রকল্প অনুমোদন হয়েছে। আরো কিছু বাড়তে পারে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা শুরু থেকেই পিআইসি গঠন অনিয়মমুক্ত করার চেষ্টা করছি। যে মনিটরিং কমিটি করা হয়েছে তাদেরকে ১২টি উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে। তারা ঘুরে এসে আমাদের প্রতিবেদন দিবেন। আমরা ব্যবস্থা নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বিএনপি’র ৭০ নেতাকর্মীকে অব্যাহতি

বিএনপি’র ৭০ নেতাকর্মীকে অব্যাহতি