হাইকোর্টের রায় স্থগিত, ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়
- আপলোড সময় : ১১-১২-২০২৪ ১০:১৬:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১২-২০২৪ ১০:১৬:৫৪ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী সরকারের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তিনি বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে “জয় বাংলা” আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না।
এর আগে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেছিল সরকার।
প্রসঙ্গত, ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে দেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ