আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত
যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে : জেলা প্রশাসক
- আপলোড সময় : ১০-১২-২০২৪ ১১:২৬:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১২-২০২৪ ১১:২৬:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” - এই প্রতিপাদ্যে এ বছর যৌথভাবে সরকারের সাথে দিবসটি উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত শিল্পীরা। পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত সিলেট বিভাগীয় কার্যালয়ের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নাজনীন বেগম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান।
আলোচনা সভা ও মানববন্ধনে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া দিবসটির প্রতিপাদ্যের দিকে আলোকপাত করে উল্লেখ করেন, দুর্নীতি প্রতিরোধ আগে নিজের পরিবার থেকে শুরু করতে হবে। পরিবারের সদস্যদের জানতে হবে অন্য সদস্যর আয়ের উৎস কি বৈধ বা তার দামি বাড়ি-গাড়ী কিসের মাধ্যমে আসছে। তরুণদের দুর্নীতির বিরুদ্ধে বেশি সোচ্চার হতে হবে এবং যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্র-সংস্কার ও জাতীয় রাজনৈতিক বন্দোবস্তের মূল অভীষ্ট হতে হবে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিচারহীনতার মূলোৎপাটন করা। এই অভীষ্ট অর্জনের লক্ষ্যে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের উপযোগী নিষ্কণ্টক পরিবেশ অপরিহার্য। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত তারা সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের জনগণের কাছে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। শুধুমাত্র আর্থিক বিষয়ে নয়, বরং সেবার জন্য প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা, নিয়মের বেড়াজালে হয়রানি সৃষ্টি, ভুল ব্যাখ্যা প্রদান, আবেদন আমলে না নিয়ে দিনের পর দিন ফেলে রাখা, উন্নয়ন কর্মকা- ও দাপ্তরিক কাজে অবহেলাও দুর্নীতির অন্তর্ভুক্ত। আজকে আমরা এখানে যারা দপ্তর প্রধান উপস্থিত হয়েছি, আসুন শপথ নেই যে, জনসেবক হয়ে সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করবো। তাহলেই এ দিবস উদযাপন সফল হবে এবং আমরা দুর্নীতিমুক্ত সোনার বাংলা পাবো।
তিনি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ আয়োজনের জন্য দুদক, সনাক, টিআইবি, দুপ্রক ও অংশগ্রহনকারী বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ