সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাফত মজলিসের জেলা কমিটি গঠন গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

দেশজুড়ে সংঘাত ছড়ানোর ষড়যন্ত্র রুখে দাও

  • আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:২৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:২৮:৩০ পূর্বাহ্ন
দেশজুড়ে সংঘাত ছড়ানোর ষড়যন্ত্র রুখে দাও
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) দোয়রাবাজার উপজেলার একটি গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেছে। দেশবাসী এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এলাকায় শান্তি ফিরেছে, আর কোন শঙ্কা নেই বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, সুনামগঞ্জের দোয়ারাবাজারের মোঙলারগাঁওয়ের বাসিন্দা দোয়ারাবাজার কলেজের হিন্দু শিক্ষার্থী আকাশ দাসের ফেইসবুক আইডি থেকে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার কমেন্ট করা হলে এই উত্তেজনা দেখা দেয়। পরে এলাকার আলেম ওলামা, রাজনৈতিক কর্মী, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় হাজারো উত্তেজিত জনতাকে নিবৃত্ত করা হয়। রাতভর উত্তেজনা চলাকালে মোঙলারগাঁওয়ে কয়েকটি বসতঘর ভাংচুর হয়। গ্রামের ৯৫টি হিন্দু পরিবারের অন্যরাও বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে দোয়ারাবাজারে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদল সফর করে গেছেন এবং উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনের প্রচেষ্টায় নিয়োজিত হয়ে বলেছেন যে, বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, হিন্দু-মুসলিম সবার বাংলাদেশ। সে কারণেই ভাই-ভাইয়ের পাশে দাঁড়াবে, ভাই ভাইকে চিনবে, এটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, এটা মনে রাখতে হবে। তাছাড়া তাঁরা ভারতের নিন্দা করতেও কসুর করেন নি। ভারতের গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে সত্যই আমাদের একমাত্র হাতিয়ার। জাতীয় নাগরিক কমিটির এইটুকু সদর্থক প্রচেষ্টাই প্রমাণ করে যে, বিব্রতকর পরিস্থিতিকে আপতত সামাল দিতে এমন বলা হচ্ছে। আদতে যতো দিন পর্যন্ত বিশ^জুড়ে মানুষকে মানুষ কর্তৃক শোষণ করার রাজনীতি সচল থাকবে ততো দিন পর্যন্ত, তা কাল পরিমাপে যতোই দীর্ঘ হোক, কেবল দোয়ারাবাজার কিংবা সমগ্র বাংলাদেশ নয়, এমনকি সমগ্র বিশ^জুড়ে এমন সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের, শ্রেণির সঙ্গে শ্রেণির, জাতির সঙ্গে জাতির, দেশের সঙ্গে দেশের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের দ্বন্দ্ব-সংঘাত-বিরোধ চলতেই থাকেব। এই বিরোধ-সংঘাত কোনও ধর্ম-সম্প্রদায়গত নীতি-ভাবাদর্শের সংস্কৃতিগত কারণে নয় বরং তা আর্থনীতিক স্বার্থ থেকে উদ্ভূত এবং এই কারণে তা রাজনীতিক। বিদ্যমান আর্থসামাজিক ব্যবস্থার পরিসরে বিশ^জুড়ে যে সংস্কৃতি গড়ে তোলা হয়েছে তার মর্মার্থ একটাই, ব্যক্তি থেকে সমাজের প্রতিটি শ্রেণিস্তরে বিরোধ চলবে। সেটা ছড়িয়ে যাবে দেশ থেকে দেশান্তরে ও বিশ্বযুদ্ধের দিকে অব্যাহত গতিপ্রাপ্ত হবে স্বাভাবিকভাবেই। আমরা নাগরিক কমিটির ইতিবাচক ভূমিকার প্রশংসা করছি এবং দেশবাসিকে দেশজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিচ্ছি। যে-কোনও সংঘাতের বিরুদ্ধে জাতিগত ঐক্য গড়ে তোল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ