সুনামগঞ্জ , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪, আহত ১ জামালগঞ্জে দূর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান

শান্তিগঞ্জে বিএনপির কর্মীসভা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০২:০৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০২:০৭:৪৪ অপরাহ্ন
শান্তিগঞ্জে বিএনপির কর্মীসভা
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঠাকুরভোগ গ্রামে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ উল্লা’র সভাপতিত্বে ও যুবদল নেতা বিলাল খাঁনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, বিগত ১৬ বছর দুর্নীতি, লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে দিয়েছে। দ্রব্যমূল্যের ক্রয়ক্ষমতা মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। মামলা, হামলা দিয়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর ওপর নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়েছে। গুম, খুন, গণহত্যা চালিয়ে দেশকে ধ্বংস করে দিয়েছিল। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে স্বৈরতন্ত্র কায়েম করেছিল হাসিনা সরকার। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রতীক ধানের শীষে ভোট দেওয়া থেকে এ প্রজন্মকে বিরত রাখতে বাধ্য করেছিল। একদলীয় নির্বাচন, রাতের ভোট আর ডামি নির্বাচনের মাধ্যমে শহীদ জিয়ার প্রতীক ধানের শীষকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। কিন্তু এত ষড়যন্ত্রের পরও ধানের শীষের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী থাকবে। আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতিকে যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক জননেতা কয়ছর আহমদ নির্বাচন করবেন। আপনারা সবাই ধানের শীষ প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন সেই প্রত্যাশা করছি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধর, উপজেলা বিএনপি নেতা আঙ্গুর মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম স¤পাদক জিলানি মিয়া, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য তোফায়েল মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক আব্দুল বাছির, উপজেলা যুবদল নেতা রায়হান আহমেদ, ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান। এসময় বিএনপি নেতা তখলুছ খাঁন, সুরুজ আলী, তানিছ মিয়া, আব্দুস সালাম, যুবদল নেতা মনসুর মিয়া, ছাত্রদল নেতা নাবিল খাঁন, শাহিনুর রহমান, নুর হোসেন, সাইদুল ইসলাম, মাহি খাঁনসহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স