দিরাইয়ে বিএনপি’র কর্মী সমাবেশ
ষড়যন্ত্রকারীদের প্রতিহত না করলে বিজয় আনন্দের হবে না
- আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৯:৩৭:১৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৯:৩৭:১৮ পূর্বাহ্ন
 
                                  
                     
                            
                               সামছুল ইসলাম সরদার ::
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই-শাল্লার সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, আজকের এ বিশাল কর্মী সমাবেশে আমার বক্তব্য দেওয়ার সময় নয়, আজকে আমাদের ত্যাগী নেতা কর্মীদের কথা শুনার দিন। কর্মীরাই হচ্ছে একটি দলের প্রাণ, কর্মীরাই সিদ্ধান্ত নেবে আগামীতে কে নেতা হবে। আমি আজীবন দিরাই-শাল্লার মানুষের সেবা করার চেষ্টা করেছি, আমি মনে করি দিরাই-শাল্লার মানুষের ভালবাসাই আমার সুস্থতা।
গতকাল শনিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন আজকের সভায় নেতাকর্মীরা আমাকে যে  ভালবাসা ও সম্মান দেখালেন এর প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। দোয়া করি সবাই যেন ভাল থাকেন। নেতা-কর্মীদের ভালোবাসাই আমার সুস্থতা।
বিএনপির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে   সাবেক বিচারপতি, দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন, ৫ আগস্ট আমরা বিজয় ছিনিয়ে এনেছি। তবে বিজয় এখনও নিশ্চিত হয়নি। ষড়যন্ত্রকারীরা সক্রিয়, তাদের প্রতিহত না করলে বিজয় আনন্দের হবে না। শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু তার দোসররা এখনও দেশে রয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশাসন, পুলিশ প্রশ্নের সম্মুখিন। এসব জায়গায় আমাদের কাজ করতে হবে।
নেকাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এতো আনন্দিত হবে না, শ্রীলংকার কথা মনে রাখবেন। আমরা যাতে সে অবস্থায় পড়তে না হয় সেজন্য সবাইকে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, আমাদের দাবি হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে। তার শাস্তি নিশ্চিত করতে হবে।
সভার শুরুতে উপজেলার ৯ টি ইউনিয়ন পৌরসভার ৯ টি ওয়ার্ড বিএনপির নেতাদের বক্তব্য শোনা হয়। তারা দাবি করেন, গত ১৫ বছর যারা দলের সাথে ছিল তাদের নিয়ে কমিটি গঠন করতে হবে। যারা জেল জুলুমের শিকার হয়েছেন তাদের মূল্যায়ন করতে হবে। এখন দলে নেতার অভাব নেই। তারা ইস্ত্রী করা পাঞ্জাবি পরে টাকার বান্ডিল নিয়ে রাজনীতিতে নামছেন। এদের কে দলের কোন গুরুত্বপূর্ণ পদে যাতে না রাখা হয় সে বিষয়ে তারা জেলা নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
সভায় বক্তব্য  রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট শেরেনূর আলী, নাদির আহমদ, এডভোকেট মাসুক আলম, এডভোকেট আবুল মজাদ, আ ত ম সালেহ, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ চৌধুরী, রেজাউল হক, আনছার উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আমিনুর রশিদ আমিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে কথা বলেন। এ সময় তিনি জানান, উপজেলা বিএনপিতে একজন আহ্বায়ক ও দুই জন যুগ্ম আহ্বায়ক থাকবেন। আহ্বায়ক ও প্রথম যুগ্ম আহ্বায়কের স্বাক্ষরে ইউনিয়ন কমিটির অনুমোদন হবে। যিনি আহ্বায়ক হবেন তিনি পরবর্তীতে সভাপতি বা সাধারণ স¤পাদক প্রার্থী হতে পারবেন না। আগামী ৮-৯ ডিসেম্বর আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে জেলা বিএনপির অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ১১ ডিসেম্বর তা জমা দিতে হবে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
 
 
  স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ
 স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                