সিলেটে বিমান থেকে ১ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
- আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে এক কেজি ১৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা (বিজি-২৪৮) ফ্লাইট থেকে স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।
সিলেট কাস্টমস বিভাগের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুবাই থেকে ছেড়ে আসা বিজি ২৪৮ একটি সিটের নিচে পলিথিন দিয়ে মুড়িয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এই স্বর্ণের চালানটি। উদ্ধার স্বর্ণের মধ্যে ১৮টি চুড়ি ও ৩টি চেইন ছিল।
এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি স্বর্ণের বার জব্দ করে করা হয়। ওই স্বর্ণের বারের ওজন এক কেজি ২৮৩ গ্রাম, বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ