সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় : জামায়াতের আমির

  • আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৯:৩২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৯:৩২:২২ পূর্বাহ্ন
সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় : জামায়াতের আমির
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্ন সংস্কার চলছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের সংস্কারকাজে গতি বাড়াতে হবে। আপনারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন - এটি পুরো জাতির প্রত্যাশা। তাহলেই আপনারা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। আমরা আপনাদের চাপ দিচ্ছি না। কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয়, সেদিকেও আপনাদের লক্ষ রাখতে হবে। শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা নগরের টাউন হল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে এ সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত। নারীদের জন্য নগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। শফিকুর রহমান বলেন, এই জাতি গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। ভোট দিতে পারেনি বলে তরুণদেরও আক্ষেপের শেষ নেই। আমরা চাই, আগামীর বাংলাদেশে যুবকেরা শুধু ভোটই দেবেন না, তাঁরা জাতিকে নেতৃত্বও দেবেন। বক্তব্যের শুরুতে দেশ ও দেশের বাইরে থেকে যাঁরা বৈষম্যবিরোধী আন্দোলনে স¤পৃক্ত ছিলেন, তাঁদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। জামায়াতের আমির বলেন, গত সাড়ে ১৭ বছর জাতির জন্য একটি শ্বাসরুদ্ধকর সময় ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। দেশপ্রেমিক মানুষকে, দেশপ্রেমিক বিভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় বসে এক মাসের মাথায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন দেশপ্রেমিক সেনাসদস্যকে হত্যা করা হয়, তাঁদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়। লাইট অফ করে রাতের আঁধারে খুনিদের পিলখানা থেকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে। এই ঘটনা নিয়ে দুই-তিনটা তদন্ত কমিশন হলো, কিন্তু কিছুই জাতিকে জানতে দেওয়া হয়নি। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনীকেও জানতে দেওয়া হয়নি তাঁদের সহকর্মীদের কেন হত্যা করা হয়েছে। কারণ, শর্ষের মধ্যে ভূত থাকলে ভূত তাড়াবে কে? ওই হত্যাকা-ের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে। দেশপ্রেমিক বিডিআর ছিল সীমান্তের অতন্দ্রপ্রহরী, তাদের বিজিবি নাম দিয়ে সীমান্তের চৌকিদার বানানো হয়েছে। শফিকুর রহমান বলেন, যাঁরাই দেশপ্রেমিক ছিলেন, বিগত সময়ে তাঁদের হত্যা করা হয়েছে। ষড়যন্ত্র করে জামায়াতের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ পালাবার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ হত্যা করেছে। ৫ আগস্টের পর আমরা বলেছি, আমরা আইন হাতে তুলে নিয়ে প্রতিশোধ নেব না। কিন্তু আমরা প্রতিটি ঘটনার বিচার চাই। যাঁরা এই দেশে জন্মগ্রহণ করেছেন, সবাই এই দেশের নাগরিক। এ দেশের সংখ্যালঘু বলতে কিছু নেই। বিগত সময়ে এ দেশের অন্য ধর্মের মানুষকে সংখ্যালঘু বলে বৈশ্বিক দরবারে ফায়দা লুটে নেওয়া হয়েছে। আমরা বলতে চাই, সবাই এ দেশের নাগরিক, কেউই সংখ্যালঘু নয়। ভারত প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আমরা তো হস্তক্ষেপ করিনি। এরপরও তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে। কিন্তু তারা কতটা উগ্র, সেটা সবাই জানে। চট্টগ্রামে একটি উগ্রবাদী সংগঠন একজন আইনজীবীকে হত্যা করেছে। এরপরও এ দেশের মানুষ আইন হাতে তুলে নেয়নি। আমরা ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে। তিনি সব ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ করে বলেছেন, এ দেশ আমাদের সবার। তিনি সব রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময় করেছেন। আমরা চাই, প্রধান উপদেষ্টার এই উদ্যোগ অব্যাহত থাকবে। আর ভারতকে ¯পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা তাদের কোনো আগ্রাসনকে সহ্য করব না। নারীদের নিয়ে শফিকুর রহমান বলেন, বলা হয়ে থাকে, জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদের ঘরের বাইরে আসতে দেবে না। আমাকে একজন বলল, আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তান হবে? আমি বলেছি, অন্য কোনো দেশ নয়, আরও সুন্দর এবং ভালো হবে আগামীর বাংলাদেশ। যেখানে নারীদের সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তা থাকবে। নারীরা তাঁদের যোগ্যতার প্রমাণ দেবেন, পেশাগত দক্ষতার প্রমাণ দেবেন। রাসুল (সা.) যুদ্ধের ময়দানে নারীদের সুযোগ দিয়েছেন যুদ্ধ করার জন্য, তাহলে আমরা কে ঘরের মধ্যে নারীদের তালাবদ্ধ করে রাখার? নারীরা অবশ্যই ঘর থেকে বের হবেন; কারণ, তাঁদেরও সামাজিক দায়িত্ব রয়েছে। নারীরা অবশ্যই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গেও থাকবেন। কুমিল্লা বিভাগ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, কুমিল্লা বিমানবন্দর চালু ও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন যৌক্তিক দাবি। আমরা বর্তমানে সরকারের কাছে এই যৌক্তিক দাবিগুলো পূরণের দাবি জানাচ্ছি। বিগত সময়ে কুমিল্লার মানুষ বিভাগ পায়নি, এটা কপালের দোষ। কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মু. তাহের। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আবদুল হালিম, নির্বাহী সদস্য মোবারক হোসাইন, মুহাম্মদ আবদুর বর, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল