ধর্মপাশায় ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ন্যাপকিন ও সাবান বিতরণ
- আপলোড সময় : ০২-১২-২০২৪ ০২:০২:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১২-২০২৪ ০২:০২:১৩ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রবিবার বিকেলে ওই বিদ্যালয়টির সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ১০০ জন ছাত্রীর প্রত্যেকের মধ্যে বিনামূল্যে তিন প্যাকেট স্যানিটারি ন্যাপকিন ও দুটি করে সাবান বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান, সহকারী প্রধান শিক্ষক এ টি এম নাজমুল হক, সংস্থার প্রোগ্রাম অফিসার শুভ্রত চাকমা প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ