আমনের বাম্পার ফলন
লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৩ হাজার মে.টন বেশি ধান উৎপাদন
- আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৯:২১:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৯:২১:৫১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জে ২০২৪-২০২৫ মওসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন পেয়েছেন চাষীরা। এ পর্যন্ত প্রায় ৫০ ভাগের বেশি ধান কাটা শেষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছাপিয়ে আরো প্রায় ৩ হাজার মেট্রিক টন ধান উৎপাদন সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। চলতি মওসুমে আমন ফসলের উৎপাদিত ধানের বাজার মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় প্রায় চার লাখ চাষী পরিবার রয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ চাষী পরিবার আমন চাষে যুক্ত। চলতি বছর জেলায় ৮৩ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হয়েছে প্রায় ৮৩ হাজার ৪৯৫ হেক্টর। এবার আরো প্রায় ৩ হাজার মে.টন ধান বেশি উৎপাদিত হবে। সব মিলিয়ে চলতি মওসুমে ৩ লক্ষ ২১ হাজার মে.টন ধান এবার উৎপাদিত হবে। যার বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকারও বেশি।
কৃষি বিভাগের মতে, জেলায় চলতি আমন মওসুমে ২৫ প্রজাতির ধান চাষাবাদ হয়েছে। হাওর এলাকা হলেও সুনামগঞ্জ সদর, বিশ^ম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলায় আমন চাষ হয়েছে বেশি। আমন ধানের মধ্যে বিনা ১৭, ব্রি ৪৯, ৯০, ৯৫ ও বিআর-২২, ব্রি ধান-৮৭ ভালো চাষ হয়েছে। অন্যান্য ধানও ভালো ফলন হয়েছে। এপ্রিল, মে ও জুনে বন্যার কারণে আমন ক্ষেতে পলি পড়ায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের মতে, প্রতি বিঘায় ১৪-১৮ মন ধান উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি ধানে ৪.১ মে.টন (ধান) ও ২.৭৩ মে.টন (চাল) আমন ফসল উৎপাদন হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত জেলায় প্রায় ৫০ ভাগেরও বেশি জমির আমন ধান কাটা শেষ হয়ে গেছে। ধান কাটা, মাড়াই ও রোদে শুকিয়ে সহজে গোলাজাতও করছেন কৃষকরা।
সুনামগঞ্জ সদর উপজেলার শান্তিপুর গ্রামের কৃষক শুকুর আলী বলেন, এবার আমন ধান ভালো হয়েছে। যারাই চাষ করেছে ফসল ভালো পাচ্ছেন। তিন দফা ছোট বন্যার কারণে পলি পড়ে জমি উর্বর হওয়ায় ফলন ভালো হয়েছে বলে জানান তিনি।
পৈন্দা গ্রামের ইউপি সদস্য ও কৃষক মো. সফর আলী বলেন, আমাদের কৃষকরা এবার আমন ধানের বাম্পার ফলন পেয়ে খুশি। এখন ন্যায্য দাম পেলেই তারা উপকৃত হবেন। পাশাপাশি বৈশাখী মওসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত সার মজুদ রাখার দাবি জানান এই জনপ্রতিনিধি।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ২০২৪-২০২৫ আমন মওসুমে বাম্পার ফলন হয়েছে আমন ধানের। আমাদের হিসেবে এবার আমনের রেকর্ড উৎপাদন। লক্ষ্যমাত্রা ছাপিয়ে আরো প্রায় ৩ হাজার মে.টন ধান বেশি উৎপাদিত হয়েছে। ধান কাটাও প্রায় ৫০ ভাগের বেশি শেষ হয়েছে। এখন কাটা ধান মাড়াই, শুকানোসহ গোলাজাত করার কাজ করছেন কৃষক।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ