সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:০৭:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:০৭:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, সুবল বিশ্বাস, তানভির আহমেদ, মিল্লাত আহমেদ, আদিল আরমান। সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা ও ছড়া আবৃত্তি করেন অনুপ তালুকদার, সাজাউর রহমান, সুবল বিশ্বাস, সার্জেন্ট অব. জিয়াউর রহমান, তানভীর আহমেদ, মিল্লাত আহমেদ। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন আদিল আরমান। উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যায় ৫:৩০টায় সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ