সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা দলকে শক্তিশালী করতে ত্যাগীদের মূল্যায়নের বিকল্প নেই ৫০০ ও ১০০০ টাকার নোটে আসছে জুলাই বিপ্লবের গ্রাফিতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময় সভা ২৮ উপায়ে দুর্নীতি হয়েছে আওয়ামী লীগ সরকারের দেড় দশকে : শ্বেতপত্র কমিটি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত সীমান্তে ভুয়া পুলিশ আটক সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা হাওর জলাভূমির জীবন্ত সত্তা, একে বাঁচিয়ে রাখতে হাওরবাসীর সংশ্লিষ্টতা প্রয়োজন : পানিসম্পদ সচিব বিশ্বম্ভরপুরে ৫ লাখ টাকার মাছ লুট নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন দেশের মানুষ লুটপাটকারীদের আর ক্ষমতায় আসতে দেবেনা : কলিম উদ্দিন মিলন ডলুরায় ‘অবৈধ পাথর রাজ্য’ : পাথর লুট ঠেকাবে কে? শ্রমিকনেতা বাদল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত তবু দেশের এক ইঞ্চি জমি কাউকে দেবো না : জামায়াত আমির লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৩ হাজার মে.টন বেশি ধান উৎপাদন ২১ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর ক্যাবের স্মারকলিপি জামালগঞ্জে পাউবো’র মনিটরিং কমিটির সভা ধর্মপাশা ও মধ্যনগরে এখনো গঠন হয়নি পিআইসি গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জামালগঞ্জে সভা

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

  • আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:০১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:০১:২৬ পূর্বাহ্ন
গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা
স্টাফ রিপোর্টার :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ মুরাদ, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. মো. নাসিম উদ্দীন। এর আগে শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, আহতদের পক্ষে মোহাম্মদ শাহ রাকিব, গণঅভ্যুত্থানের যোদ্ধা অপি মিয়া, জহুর আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম। পরে গীতাপাঠ করেন অমিত চক্রবর্তী। এরপর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শহীদ ও আহত দুটি পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এরপর জেলা প্রশাসনের পক্ষে স্মরণসভায় আগত সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাড. মো. শেরেনূর আলী প্রমুখ। সভায় বক্তারা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর যারা হত্যাযজ্ঞ-হামলা চালিয়েছে তাদের শাস্তির দাবি জানান। সভা শেষে আহতদের সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সুনামগঞ্জ জেলার ৩জন শহীদ ও ১৮৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স