জগন্নাথপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৯:০৪:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৯:০৪:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ছানার মিয়া (৩৬) উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল (নোয়াগাঁও) গ্রামের মৃত তবারক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ছানার মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ২৬ নভেম্বর বাড়ি থেকে বের হয়ে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। দুইদিন পর বৃহঃপতিবার (২৮ নভেম্বর) বাড়ি থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ছানার মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ছিল। বৃহঃপতিবার সকালে খবর পেয়ে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনাময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ