জগন্নাথপুর পৌর জামায়াতের কমিটি গঠন
- আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:৪২:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:৪২:২২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার ২০২৫/২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলী আহমদের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন। বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন বেলাল, কবির উদ্দিন, মাষ্টার আবু তাইদ, মাওলানা নেছার উদ্দীন প্রমুখ। সভায় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান।
নব-গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, সহ-সভাপতি মাস্টার আবু তাইদ ও মাওলানা আতিকুর রহমান মামুন, সেক্রেটারি মাওলানা আলী আহমদ, সহ-সেক্রেটারি জালাল আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা নেছার উদ্দীন, প্রচার ও মিডিয়া সম্পাদক জামাল উদ্দিন বেলাল, পেশাজীবী তৌহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. কবীর উদ্দিন, সহ সম্পাদক ডা. সোহেল আমীন, যুব ও ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন এনাম, সহ সম্পাদক সাদিক আহমদ, শ্রমিক কল্যাণের শামসুল আবেদীন, উলামা বিভাগের মাওলানা শামছুল ইসলাম, টিম সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, আবু সুফিয়ান ও সালেহ আহমদ গোলাপ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ