তাহিরপুরে মানববন্ধন
খেয়া পারাপারের নামে চাঁদাবাজির অভিযোগ
- আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৮:২৫:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৮:২৫:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর-বাদাঘাট সড়কের পাতারগাঁও এলাকায় অবৈধভাবে বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাঁদাবাজি চলছে। এর প্রতিবাদে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ‘তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজে’র ব্যানারে বাদাঘাট বাজারের কালিবাড়ি রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তাগণ বলেন, উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বাদাঘাট বাজার। এ বাজার থেকে তাহিরপুর সদর রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এখন শুকনো মৌসুম তাহিরপুর বাদাঘাট রাস্তার পানি সরে গিয়ে বর্তমানে শুকিয়ে যাওয়ার কথা। অথচ এই সড়কের পাতারগাঁও নামক স্থানে স্থানীয় একটি প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেট অবৈধভাবে মাটি বাঁধ দিয়ে পানি আটকিয়ে মূল সড়ক ডুবিয়ে রেখে খেয়া পারাপারের নামে চাঁদাবাজি করছে। সিন্ডিকেটের সদস্যরা প্রতি মোটরসাইকেল থেকে ২০ টাকা ও প্রতিজন মানুষের কাছ থেকে ১০ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে। অথচ অবৈধভাবে মাটি দিয়ে বাঁধ দিয়েছে তা কেটে দিলেই পানি সরে গিয়ে রাস্তাটি সম্পূর্ণ শুকিয়ে যেত। যেত আর মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারত। তাই ওই অবৈধ বাঁধ কেটে দিয়ে পানি অপসারণ করে চলাচলকারী সাধারণ জনগণকে চাঁদাবাজ হয়রানির বন্ধের জানিয়েছেন তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম রোকন, মোশাররফ হোসেন, নবী হোসেন, আশিক মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ