গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শান্তিগঞ্জে সভা
- আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৩:৩৩:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৩:৩৩:২৯ পূর্বাহ্ন
 
                                  
                     
                            
                               শান্তিগঞ্জ প্রতিনিধি ::
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা প্রশাসন আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানীর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফানুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, গণমাধ্যমকর্মী আবু সাঈদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নোহান আরেফিন নেওয়াজ, গণঅভ্যুত্থানে আহত সাহের রহমান, লায়েক আহমদ নোমান, রিপন মিয়া ও ছাত্র প্রতিনিধি আমিন উদ্দিন।
স্মরণসভায় গণঅভ্যুত্থানে আহতদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাসিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, আলাল হোসেন রাফি প্রমুখ।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
 
 
  শান্তিগঞ্জ প্রতিনিধি
 শান্তিগঞ্জ প্রতিনিধি  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                