অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নাম পরিবর্তন
- আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৮:৫১:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৮:৫১:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নাম পরিবর্তন করে ‘প্রত্যয় স্কুল’ করা হয়েছে। গত বুধবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেহেতু ‘অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী’ শব্দগুচ্ছ কষ্টদায়ক ও হৃদয় বিদারক, সেহেতু গত ২০ নভেম্বর ২০২৪খ্রি. তারিখে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুনামগঞ্জ জেলা সদরে অবস্থিত জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল’ পরিবর্তন করে ‘প্রত্যয়’ স্কুল করা হয়েছে। এখন থেকে স্কুলটি ‘প্রত্যয় স্কুল’ নামে পরিচিত হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ