সুনামগঞ্জ , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্ন-আশাবাদ নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না : জেলা প্রশাসক শান্তিগঞ্জে বিএনপি’র কর্মীসভা ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন মামলা করায় ভাড়াটে লোক দিয়ে হামলা বিএনপি নেতা মুজিবুর রহমানকে সংবর্ধনা জগন্নাথপুরে ৭ আসামি গ্রেফতার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে মানা ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি: অপচিকিৎসার শিকার রোগীরা সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে : তারেক রহমান ফুটপাত দখলমুক্ত করতে অভিযান কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় : আইজিপি বন্যা মোকাবিলায় ভাঙা হবে ইটনা-মিঠামইন সড়ক : ফরিদা আখতার এবার ফেসবুক পেজে হচ্ছে রাধারমণ লোকসংগীত উৎসব ছাতকে মদসহ গ্রেফতার দুই ৫২ বস্তা চিনিসহ গ্রেফতার ২ তৃতীয় বিশ্বযুদ্ধে’র ভয়ঙ্করতা প্রসঙ্গে সুনামগঞ্জ পৌর এলাকা : ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, জনদুর্ভোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত অক্টোবরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫, আহত ৮১৫

প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০১:১০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০১:১০:১০ অপরাহ্ন
প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকার কাওরান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সমাবেশকারীরা অভিযোগ করেন- ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের তওবা করানোর জন্য এ জিয়াফতের আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে পত্রিকাটির কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙয়ের একটি গরু জবাই করে। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে। এর আগে একই ব্যানারে গত বৃহঃপতিবার (২১ নভেম্বর) প্রথম আলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। পরদিন শুক্রবার (২২ নভেম্বর) ডেইলি স্টারের পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। পরে সেখান থেকে পত্রিকার দুটির কার্যালয়ের সামনে গরু জবাই করার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী। তাদের দাবি- ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিক্ষোভকারীরা দাবি করেন। অংশগ্রহণকারীদের দাবি- ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে। সরেজমিন প্রথম আলোর সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন মাদ্রাসা ও ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন। তাদের ব্যানারে লেখা রয়েছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’। এছাড়া আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ডসহ স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। বেলা সাড়ে ১২টার দিকে কার্যালয়ের সামনে তারা একটি গরু জবাই দেন। সেখানেই রান্নার আয়োজন করা হয়। এমন কর্মসূচি দেখতে কয়েকশ উৎসুক জনতা সেখানে ভিড় করেন। এদিকে গরু জবাই কর্মসূচিকে ঘিরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। - বাংলা ট্রিবিউন

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স