সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে : তারেক রহমান

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:০০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:০০:৩১ পূর্বাহ্ন
সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির যেসব নেতাকর্মী সামনের নির্বাচনে ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন- তারা সাবধান হন। সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল আছে। শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় অনুষ্ঠানটি রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনস¤পৃক্তি’ শীর্ষক রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির নেতাকর্মীদের নামে মামলার বিষয়ে আইনজীবীর প্রশ্নে তারেক রহমান বলেন, স্বৈরাচার পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে- তারা তো বসে নাই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়- কেস (মামলা) তো উঠবেই না বরং নেতাকর্মীদের নামে দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে ২০টা মামলা হয়ে যাবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয়, তাহলে আজকে থেকে আপনাদের প্রত্যেককেই কেয়ারফুল হতে হবে। তিনি বলেন, আপনাদের একটাই টার্গেট হতে হবে, জনগণ, জনগণ অ্যান্ড জনগণ। এর বাইরে যদি আপনি কিছু চিন্তা করেন, তাহলে পতিত যে স্বৈরাচার তারা সফল হবে। তারা সফল হলে আইনজীবী সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস আপনাদের মিটবে না। বরং মাথার ওপরে আরও ১০টি, ২০টি কেস চেপে বসবে। আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় তাহলে উপায় একটায় জনগণের আস্থা অর্জন করেন। আপনার পরিবার-পরিজনকে রক্ষা করতে হলে উপায় একটায় জনগণের আস্থা অর্জন করেন। আপনি যখন রাজনৈতিক কর্মী হয়েছেন এর বাইরে কোনও উপায় নাই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব না। আপনারা বিভিন্ন সভা ও দলীয় মিটিংয়ে বলেন- জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। একটি উদাহরণ দেয়- সহকর্মীবৃন্দ আপনার পরিবারের কোন সদস্যের প্রতি আস্থা রাখবেন। পরিবারে তো অনেক সদস্য থাকে। সবাই তো একরকম না। কার ওপরে আস্থা রাখেন? যে আপনার পাশে এসে দাঁড়াবে তার ওপরে আপনি আস্থা রাখেন- এখানে বিশাল বড় একটা কিন্তু আছে। সেই মর্যাদা, বিশ্বাস, আস্থা আপনি অর্জন করেছেন একটি পর্যায়ে। আজকের পর থেকে সামনের দিনগুলো জনগণের আস্থা আপনাদের ধরে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফারাক্কা বাঁধের বিষয়ে আমাদের একটি ধারণা আছে। এটি একটি আন্তর্জাতিক বিষয়। বিএনপির বাইরে অন্য সরকার যখন ক্ষমতায় এসেছে, তারা যথাযথভাবে এটা দেখেনি। পতিত স্বৈরাচার সরকার ইচ্ছা করেই করেনি- প্রতিবেশী দেশকে খুশি করার জন্য। এটা আন্তর্জাতিক লবি, আমরা সময়মতো অবশ্যই বিশেষজ্ঞদের নিয়ে কাজ করবো। প্রয়োজনে দেশের স্বার্থে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়েই কাজ করবো আমাদের ন্যায্য হিস্যা আদায়ের জন্য। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের ইচ্ছে আছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে। গবেষণায় উঠে আসছে বাংলাদেশের অনেকাংশ, অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে। এই দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। খালেদা জিয়া সরকারের সময় আমরা বৃক্ষমেলা করতাম। আমাদের যেভাবেই হোক, এই কর্মসূচি আবার শুরু করতে হবে। সবাইকে উৎসাহ দিতে হবে বৃক্ষরোপণের জন্য। গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর আগে, শনিবার সকাল ১০টায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ড. মাহাদী আমিন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল