সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযান চালাবে পাকিস্তান

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩৯:৪৭ অপরাহ্ন
বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযান চালাবে পাকিস্তান
সুনামকণ্ঠ ডেস্ক :: পাকিস্তান তাদের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দমনে নতুন সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অঞ্চলটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। তবে এই অভিযান চীনের সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সম্প্রতি পাকিস্তানে চীনা নাগরিকদের লক্ষ্য করে একাধিক প্রাণঘাতী হামলার পর বেইজিং তাদের সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) চীন জানায়, তারা পাকিস্তানের সঙ্গে একটি যৌথ সন্ত্রাসবিরোধী মহড়ার পরিকল্পনা করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শেহবাজ শরিফের নেতৃত্বে সামরিক ও বেসামরিক নেতাদের বৈঠকে এই অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্য বিবৃতিতে অভিযানের প্রকৃতি স¤পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এছাড়া, চীনা নাগরিকদের ওপর হামলা ও বেইজিংয়ের উদ্বেগ এই অভিযানের নেপথ্যে ভূমিকা রেখেছে কি না, সে বিষয়েও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ও সামরিক বাহিনী থেকেও এ বিষয়ে মন্তব্য করা হয়নি। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীদের কার্যক্রমের কেন্দ্রস্থল। বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলে সবচেয়ে সক্রিয় গোষ্ঠী, যারা সামরিক বাহিনী ও চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। গত মাসে করাচির আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এক আত্মঘাতী হামলায় দুই চীনা প্রকৌশলী নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে বিএলএ। বেলুচিস্তানে চীনের অর্থায়নে নির্মিত গোয়াদ্বার বন্দর অবস্থিত, যা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিআরআই-এর অধীনে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের এই প্রকল্প চীনের বৈশ্বিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে ওয়ারিয়র এইট নামে একটি যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া পরিচালনার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলা এই মহড়ায় উভয়পক্ষ বাস্তব যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ দেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল