ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার দাবি
- আপলোড সময় : ২১-১১-২০২৪ ০১:৩৭:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৪ ০১:৩৭:০০ অপরাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবি করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। বুধবার (২০ নভেম্বর) সংঘটনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ খাঁ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে তারা বলেন, হাইকোর্টের এই আদেশ দেশের সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি ও মানবিক বোধ বিবর্জিত। আমরা ধারণা করি মহামান্য আদালতকে ব্যাটারিচালিত যানবাহন সম্পর্কে সঠিক বাস্তবতা ও পরিস্থিতি অবগত না করায় আদালত ব্যাটারিচালিত যানবাহন বন্ধের মতো আদেশ দিয়েছেন। ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের এই আদেশ বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীতে ১২ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে। যা দেশের অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা তৈরি করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, হাইকোর্টের উক্ত আদেশের প্রেক্ষিতে উক্ত মামলার বিবাদীপক্ষ সরকারের পক্ষ থেকে দ্রুত আদেশ স্থগিত চেয়ে আপিল করতে হবে। এবং মহামান্য হাইকোর্টকে ব্যাটারিচালিত যানবাহন সম্পর্কে সঠিক বাস্তবতা ও পরিস্থিতি অবগত করতে হবে। ব্যাটারিচালিত যানবাহনের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধান হিসেবে আমরা অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট প্রদানের আহ্বান জানাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ