সুনামগঞ্জ , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘খাস কমিটি’ গঠন করে সরকারি খাল ও জমি লিজ! দোয়ারাবাজার-শ্রীপুর-কাফলাবাজার সড়ক, হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের পিচ সুজনের মানববন্ধন : সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি ২৪ এপ্রিল বোরো ধান সংগ্রহ অভিযান শুরু মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী পারিবারিক কলহের বিষয়ে সাবেক এমপি নাছির চৌধুরী’র সংবাদ সম্মেলন আ.লীগের নিবন্ধন স্থগিতসহ ৯ বিষয়ে একমত এনসিপি-মজলিস ধর্মপাশায় অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার উকিলপাড়ায় পুরাতন ইটের সুরকি দিয়ে চলছে ড্রেন নির্মাণ ভরাট হচ্ছে নদ-নদী ধর্মপাশায় খাসজমি দখলের অভিযোগ তৃতীয় বিশ্বযুদ্ধের নিরসন প্রসঙ্গে সীমান্তে ২২শ কেজি ভারতীয় ফুচকা জব্দ হাওর ইজারা বন্ধ করতে হবে : উপদেষ্টা ফরিদা আখতার সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি

৬ মাস পর চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:২০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:২০:৪৬ পূর্বাহ্ন
৬ মাস পর চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু
স্টাফ রিপোর্টার :: ৬ মাস বন্ধ থাকার পর তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে ফের কয়লা আমদানি শুরু হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভারত-বাংলাদেশের কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে কয়লা আমদানি শুরু হয়। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করে। স্থানীয়রা জানান, সুনামগঞ্জ জেলার রাজস্ব আদায়ের বড় খাত তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তে তিনটি (বড়ছড়া, চারাগাঁও ও বাগলী) শুল্ক স্টেশন। এই স্টেশনগুলো বন্ধ থাকলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি চরম দুর্ভোগের মধ্যে পড়েন ২০ হাজার শ্রমিক ও পাঁচ শতাধিক ব্যবসায়ী। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সূত্রে জানাযায়, বড়ছড়া, বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে নব্বইয়ের দশকের শুরু থেকে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। ২০১৪ সালে ভারতের মেঘালয়ের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। পরে টানা প্রায় সাত মাস বন্ধ থাকে কয়লা আমদানি। এরপর পুনরায় আমদানি শুরু হলেও তা আর নিয়মিত হয়নি। ১০-১৫ দিন বা এক মাস চললেই তা ৬ মাস বা এক বছরও বন্ধ থাকে। ফলে ক্ষতির মুখে পড়েন শ্রমিক ও ব্যবসায়ীরা। সরকারও কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়। কয়লা আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ স¤পাদক সবুজ আলম জানিয়েছেন, কয়লা আমদানি বন্ধ থাকলেই ২০ হাজারের অধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করেন। অনেকে এলাকা ছেড়ে কাজের সন্ধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যেতে বাধ্য হন। যদি সারা বছর আমদানি চালু থাকে আর তার ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে ব্যবসায়ীরা ভাল থাকেন, শ্রমিকরাও তাদের জীবন-জীবিকার অবলম্বন করতে পারে। তার জন্য শুল্ক স্টেশনগুলো চালু রাখার দাবি জানাই। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম জানান, সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায়ের স্বার্থে শুল্ক স্টেশনের সঙ্গে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে বড়ছড়া, বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশন সারা বছর চালু রাখা খুবই প্রয়োজন। এ বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীলগণ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি। বড়ছড়া শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার জানিয়েছেন, এলসি’র মাধ্যমে চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। এছাড়াও বড়ছড়া শুল্ক স্টেশন দিয়েও কয়লা আমদানি শুরুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘খাস কমিটি’ গঠন করে সরকারি খাল ও জমি লিজ!

‘খাস কমিটি’ গঠন করে সরকারি খাল ও জমি লিজ!