সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ সুনামগঞ্জ মুক্ত দিবস দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন কৃষক শুকুর আলী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ধর্মপাশায় অর্থনৈতিক শুমারি উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা হাসন রাজার মৃত্যুবার্ষিকী আজ, নেই কোনও আয়োজন ১২০ টাকা খরচে পুলিশে চাকরি পেলেন ৭২ জন আ.লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার গণতন্ত্রকে হত্যা করেছে : মিজান চৌধুরী এসএ পরিবহনে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য : আটক ৬ বিনা তদন্তে, পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না : আইজিপি দু-এক দিনের মধ্যে সুখবর আসছে জামায়াত আমির জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় তাহিরপুর থানা পুলিশের সম্প্রীতি সমাবেশ দোয়ারাবাজারে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, ১ জন গ্রেফতার জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত তাহিরপুরে হানাদার মুক্ত দিবস পালিত প্রধান শিক্ষকসহ দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা দলকে শক্তিশালী করতে ত্যাগীদের মূল্যায়নের বিকল্প নেই

৬ মাস পর চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:২০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:২০:৪৬ পূর্বাহ্ন
৬ মাস পর চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু
স্টাফ রিপোর্টার :: ৬ মাস বন্ধ থাকার পর তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে ফের কয়লা আমদানি শুরু হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভারত-বাংলাদেশের কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে কয়লা আমদানি শুরু হয়। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করে। স্থানীয়রা জানান, সুনামগঞ্জ জেলার রাজস্ব আদায়ের বড় খাত তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তে তিনটি (বড়ছড়া, চারাগাঁও ও বাগলী) শুল্ক স্টেশন। এই স্টেশনগুলো বন্ধ থাকলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি চরম দুর্ভোগের মধ্যে পড়েন ২০ হাজার শ্রমিক ও পাঁচ শতাধিক ব্যবসায়ী। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সূত্রে জানাযায়, বড়ছড়া, বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে নব্বইয়ের দশকের শুরু থেকে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। ২০১৪ সালে ভারতের মেঘালয়ের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। পরে টানা প্রায় সাত মাস বন্ধ থাকে কয়লা আমদানি। এরপর পুনরায় আমদানি শুরু হলেও তা আর নিয়মিত হয়নি। ১০-১৫ দিন বা এক মাস চললেই তা ৬ মাস বা এক বছরও বন্ধ থাকে। ফলে ক্ষতির মুখে পড়েন শ্রমিক ও ব্যবসায়ীরা। সরকারও কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়। কয়লা আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ স¤পাদক সবুজ আলম জানিয়েছেন, কয়লা আমদানি বন্ধ থাকলেই ২০ হাজারের অধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করেন। অনেকে এলাকা ছেড়ে কাজের সন্ধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলে যেতে বাধ্য হন। যদি সারা বছর আমদানি চালু থাকে আর তার ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে ব্যবসায়ীরা ভাল থাকেন, শ্রমিকরাও তাদের জীবন-জীবিকার অবলম্বন করতে পারে। তার জন্য শুল্ক স্টেশনগুলো চালু রাখার দাবি জানাই। তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম জানান, সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায়ের স্বার্থে শুল্ক স্টেশনের সঙ্গে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে বড়ছড়া, বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশন সারা বছর চালু রাখা খুবই প্রয়োজন। এ বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীলগণ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি। বড়ছড়া শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার জানিয়েছেন, এলসি’র মাধ্যমে চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। এছাড়াও বড়ছড়া শুল্ক স্টেশন দিয়েও কয়লা আমদানি শুরুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স