সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

সিএনজি চালক সুজিত হত্যায় গ্রেফতার ৩

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:১১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৯:১৮:১৯ পূর্বাহ্ন
সিএনজি চালক সুজিত হত্যায় গ্রেফতার ৩
রিপোর্টার :: জগন্নাথপুরে সিএনজি চালক সুজিত হত্যাকান্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সিপিসি-৩ এর একটি অভিযানিক দল। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হল জগন্নাথপুর উপজেলার শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদর উপজেলার নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), বাহুবল উপজেলার পনারান্দ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. শিবলু মিয়া(২০)। গ্রেফতারকৃতদের কাছ থেকে সুজিত হত্যাকা-ে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করেছে র‌্যাব। হত্যাকান্ডে গ্রেফতারকৃত তিন আসামির সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জানা যায়, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডে প্রায় এক মাস ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে সুজিত দাস। ঘটনার দিন ১৬ নভম্বর বিকেলে তিনি তার সিএনজি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর যান। আনুমানিক রাত ৯টার সময় স্থানীয়রা রাণীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান। জানাযায়, দুর্বৃত্তরা সুজিত দাসের ব্যবহৃত সিএনজিটি ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সুজিত দাসের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের ভাই সুবাস দাস জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে জড়িদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল