সুনামগঞ্জ , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট” ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, ৮১৯ অপহরণ আজ রাষ্ট্রীয় শোক শহরে জামায়াতের প্রচার মিছিল রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা জাহাঙ্গীর আলম লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ

কমেছে উপার্জন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:৪১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:৪১:১৯ পূর্বাহ্ন
কমেছে উপার্জন, বিপাকে নিম্ন আয়ের মানুষ
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রায় ১৫ দিনের অস্থির পরিস্থিতির কারণে উপার্জন কমে গেছে শ্রমজীবী মানুষের। বিশেষ করে রিকসা, ভ্যান, সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশার চালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী হকাররা বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কথা হয় রিকসা চালক হামিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, জনসাধারণের উপস্থিতি আগের চেয়ে কম। প্রায় দুই সপ্তাহ ধরে আয়-রোজগার নেই বললেই চলে।

মুদি দোকানি সোহেল মিয়া বলেন, তীব্র গরম আর আন্দোলনের কারণে লোকজন ঘরের বাইরে কম বের হয়েছেন। বেচা-বিক্রি আগের চেয়ে অনেক কমেছে। তবে আশা করছি শীঘ্রই এই অবস্থার উন্নতি হবে।

এদিকে শহরের পোষাক বিপণি বিতানেও বিক্রিতে ভাটা পড়েছে। বৃহস্পতিবার শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় ক্রেতার সংখ্যা নেই বললেই চলে। ব্যবসায়ীরা জানান, দোকানের ক্রেতার অপেক্ষায় রয়েছি। চলমান পরিস্থিতিতে আমাদের ব্যবসার অবস্থা ভালো নেই। ক্রেতা নেই, বিক্রিও নেই।
কালীবাড়ি মোড়ে কথা হয় দিনমজুর আব্দুর রহিমের সঙ্গে। তিনি জানান, মানুষের প্রয়োজনীয় কাজে ভাটা পড়েছে। দিনমজুরদের এখনো কেউ সেভাবে কাজে নিচ্ছে না। আমরা সবচেয়ে বিপাকে পড়েছি। দিনমজুর হওয়ায় যেদিন কাজ পাই, সেদিন বাজার-সদাই করি। অথচ গেল এক সপ্তাহ ধরে কাজই নেই। দোকান থেকে বাকিতে চাল, ডাল কিনে কোনো রকমে সংসার চালাচ্ছি।



নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”