বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
- আপলোড সময় : ১৫-১১-২০২৪ ০৯:০১:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৪ ০৯:০১:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভায় দুই পক্ষের সংঘর্ষে হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা ও বঞ্চিত গ্রুপ উসমান গণির কর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানাগেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পরিচিতি সভা হওয়ার কথা ছিলো। সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা শিল্পকলা একাডেমিতে আসতে শুরু করেন। দুপুর ১২টায় উসমান গণির পক্ষের লোকেরা নবগঠিত কমিটিতে তাদের বঞ্চিত করা হয়েছে দাবি করে শিল্পকলায় প্রবেশ করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকলে ইমন দ্দোজার পক্ষের কর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে আহতরা হলেন বৈষম্যবিরোধী আন্দোলন সুনামগঞ্জ নবগঠিত কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, ইকরাম আলী সায়েম, সবনম দৌজা জুঁতি, শফিক ও উসমানি গণি গ্রুপের নিহাল আহমদ, সাইমুন মিয়া, বাইজিত, ফাহিম, মিজানুর রহমান।
এদিকে সংঘর্ষের ঘটনায় দুপুর থেকে বিকেল পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করে শিল্পকলা একাডেমি এলাকায়। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে উভয়পক্ষের বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করেন। বিকালে ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিমসহ সমন্বয়কদের একটি দল। বিষয়টি নিয়ে পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেনের সাথে দেখা করেন প্রতিনিধি দলসহ উভয়পক্ষ। পরে শিক্ষার্থীদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের চেষ্টায় উভয়পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি বিরোধ নিষ্পত্তি করেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ছাত্রদের প্রোগ্রামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। এঘটনায় দুপক্ষের কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন ছিল। ঘটনাস্থলে শিক্ষার্থীদের বিভাগীয় নেতৃবৃন্দ আসেন। তারা উভয়পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে তাদের মিলিয়ে দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ