সুনামগঞ্জ , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মহাজন স্মরণে সভা ধর্মপাশায় প্রথম কিস্তির টাকা না পাওয়ায় বিপাকে পিআইসিরা উত্তর শ্রীপুর ইউনিয়নে কৃষক সমাবেশ সুনামগঞ্জ সীমান্তে এক বছরে ১০ মৃত্যু আটক দেশি-বিদেশি ৪৪ নাগরিক বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহারে সতর্কতা জারি দ্রুত গতিতে চলছে উড়াল সড়ক প্রকল্পের ৯ প্যাকেজের কাজ রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না : ফখরুল আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৪৬ শতাংশই স্কুল-পড়ুয়া জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে : আসাদুজ্জামান রিপন হাওরে কমছে দেশি ধান চাষ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত জনগণের : মির্জা ফখরুল আগাছা রয়ে গেছে, আবারও যুদ্ধের প্রস্তুত নিন : জামায়াত আমির সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জমি প্রভাবশালীর দখলে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় দুই নাগরিক আটক নির্বাচন করতে এত সংস্কার দরকার নেই : জয়নুল আবদিন ফারুক ঘোষণাপত্র নিয়ে ‘তড়িঘড়ি’ করার বিপক্ষে রাজনৈতিক দলগুলো

হত্যা মামলায় ভাই-ভাবির যাবজ্জীবন কারাদন্ড

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১৬:২২ পূর্বাহ্ন
হত্যা মামলায় ভাই-ভাবির যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে বাড়ির জায়গা-জমির ভাগ-বাটোয়ারা ও সীমানা নির্ধারণের জের ধরে পুলিশ সদস্য নিজাম উদ্দিনকে হত্যার দায়ে তার ভাই ও ভাবিকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ রায় দেন সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক তেহিসন ইফতেখার। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপির ইনাতনগর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে নিহত পুলিশ সদস্যের আপন ভাই মো. জামাল উদ্দিন ও জামাল উদ্দিনের স্ত্রী মোছা. আছমা বেগম। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন। এর আগে সুনামগঞ্জ সদর মডেল থানায় গত ৬ এপ্রিল ২০১৮ সালে নিহত পুলিশ সদস্যের স্ত্রী মোছা. রুজিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ এপ্রিল ছুটি ভোগ করার জন্য পুলিশ সদস্য নিজাম উদ্দিন তার সদর উপজেলার গৌরারং ইউপির ইনাতনগরস্থ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর বাড়ির জায়গা জমির ভাগবাটোয়ারা ও সীমানা নির্ধারণের জের ধরে তাকে তার বড়ভাই জামাল উদ্দিনসহ তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ২০১৮ সালের ৫ এপ্রিল সকালে তাদের বাড়ির উঠানে লোহার রড, শাবল, লাঠি ও ক্রিকেট ব্যাট হাতে নিয়ে উপর্যুপরি মারধর করে। পরে চিৎকার শুনে পুলিশ সদস্য নিজাম উদ্দিনের স্ত্রী দৌড়ে এসে দেখতে পান ঘটনাস্থলে জামাল উদ্দিন লোহার রড দিয়ে তার স্বামীর মাথায় আঘাত করছেন। এ সময় তাকে বাধা দিলেও নিজাম উদ্দিনের মৃত্যু নিশ্চিত করার জন্য জামাল উদ্দিন লোহার রড দিয়া পুনরায় তার মাথায় ও মুখে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একই সাথে বিবাদী অলিউর রহমান হাতে থাকা কাঠের ক্রিকেট ব্যাট দিয়া এবং বিবাদী আছমা বেগম লাঠি দিয়া নিজাম উদ্দিনকে এলোপাতাড়িভাবে মাথায় ও শরীরে আঘাত করে। বিবাদী সাজেদা আক্তার ও আবেদা আক্তারদ্বয় বাঁশের লাঠি দিয়ে বেধড়কভাবে তার নিজাম উদ্দিনকে আঘাত করতে থাকে। একপর্যায়ে পুলিশ সদস্যের স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে লোকজন এসে তার স্বামীকে মূমূর্ষু অবস্থায় বিবাদীদের কবল হতে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেট সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার সময় জখম জনিত কারণে পুলিশ সদস্য নিজাম উদ্দিনের মৃত্যু হয়। পরে বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে আসামি জামাল উদ্দিন ও মোছা. আছমা বেগম-এর বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মহাজন স্মরণে সভা

বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মহাজন স্মরণে সভা