সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্ধ শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ-৩ আসন নিজেকে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার জনবল সংকটে ধুঁকছে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচন দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি ব্রাজিল-আর্জেন্টিনার পর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু বাংলাদেশে পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার বার্তা ড. ইউনূসের দেড় যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি শ্রেণিকক্ষে পাঠদান করলেন জেলা প্রশাসক সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে ৩০ ডিসেম্বর শুরু বিপিএল, চূড়ান্ত সূচি প্রকাশ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করুন : মির্জা ফখরুল ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল : উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ সাদপন্থিদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি ঢালাও মামলার প্রবণতা অত্যন্ত বিব্রত করে : আসিফ নজরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সমাবেশ ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ফারজানা ব্রাউনিয়া আমন ধান কর্তন উদ্বোধন

হত্যা মামলায় ভাই-ভাবির যাবজ্জীবন কারাদন্ড

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১৬:২২ পূর্বাহ্ন
হত্যা মামলায় ভাই-ভাবির যাবজ্জীবন কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে বাড়ির জায়গা-জমির ভাগ-বাটোয়ারা ও সীমানা নির্ধারণের জের ধরে পুলিশ সদস্য নিজাম উদ্দিনকে হত্যার দায়ে তার ভাই ও ভাবিকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন আদালত। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ রায় দেন সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক তেহিসন ইফতেখার। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউপির ইনাতনগর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে নিহত পুলিশ সদস্যের আপন ভাই মো. জামাল উদ্দিন ও জামাল উদ্দিনের স্ত্রী মোছা. আছমা বেগম। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন। এর আগে সুনামগঞ্জ সদর মডেল থানায় গত ৬ এপ্রিল ২০১৮ সালে নিহত পুলিশ সদস্যের স্ত্রী মোছা. রুজিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ এপ্রিল ছুটি ভোগ করার জন্য পুলিশ সদস্য নিজাম উদ্দিন তার সদর উপজেলার গৌরারং ইউপির ইনাতনগরস্থ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর বাড়ির জায়গা জমির ভাগবাটোয়ারা ও সীমানা নির্ধারণের জের ধরে তাকে তার বড়ভাই জামাল উদ্দিনসহ তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ২০১৮ সালের ৫ এপ্রিল সকালে তাদের বাড়ির উঠানে লোহার রড, শাবল, লাঠি ও ক্রিকেট ব্যাট হাতে নিয়ে উপর্যুপরি মারধর করে। পরে চিৎকার শুনে পুলিশ সদস্য নিজাম উদ্দিনের স্ত্রী দৌড়ে এসে দেখতে পান ঘটনাস্থলে জামাল উদ্দিন লোহার রড দিয়ে তার স্বামীর মাথায় আঘাত করছেন। এ সময় তাকে বাধা দিলেও নিজাম উদ্দিনের মৃত্যু নিশ্চিত করার জন্য জামাল উদ্দিন লোহার রড দিয়া পুনরায় তার মাথায় ও মুখে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একই সাথে বিবাদী অলিউর রহমান হাতে থাকা কাঠের ক্রিকেট ব্যাট দিয়া এবং বিবাদী আছমা বেগম লাঠি দিয়া নিজাম উদ্দিনকে এলোপাতাড়িভাবে মাথায় ও শরীরে আঘাত করে। বিবাদী সাজেদা আক্তার ও আবেদা আক্তারদ্বয় বাঁশের লাঠি দিয়ে বেধড়কভাবে তার নিজাম উদ্দিনকে আঘাত করতে থাকে। একপর্যায়ে পুলিশ সদস্যের স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে লোকজন এসে তার স্বামীকে মূমূর্ষু অবস্থায় বিবাদীদের কবল হতে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেট সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার সময় জখম জনিত কারণে পুলিশ সদস্য নিজাম উদ্দিনের মৃত্যু হয়। পরে বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে আসামি জামাল উদ্দিন ও মোছা. আছমা বেগম-এর বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৪৪৭/৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ