অর্ধ শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:১২:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:১২:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বিনামূল্যে অর্ধ শতাধিক অসচ্ছল রোগীকে চোখের ছানি অপারেশন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ পৌর মিলনায়তনে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় অসচ্ছল রোগীদের চোখের ছানি অপরেশন উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জ ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. নূর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখা ব্যবস্থাপক গোলাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, অ্যাডভোকেট অজিত কুমার দাস।
ভার্ড চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক মো. নূর হোসেন জানান, বুধবার দুই শতাধিক রোগীকে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ৬৫ জন অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। অপারেশেনের জন্য বাছাই করা রোগীদের সুনামগঞ্জ ভার্ড চক্ষু আসহাতালে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যার মধ্যেই তাদের অপারেশ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় ৩৫টি ক্যাম্পের মাধ্যমে সাড়ে ৭শত অসচ্ছল রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ