দৈনিক জনকণ্ঠে কর্মবিরতি
- আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:২১:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:২১:২৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
অনিয়মিত বেতন, বেতন-পদোন্নতি বৈষম্য এবং কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন দৈনিক জনকণ্ঠের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১১ নভেম্বর) থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি। জনকণ্ঠ ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, কর্মবিরতি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আনুষ্ঠানিক কর্মবিরতির প্রথম দিন সোমবার পূর্ব ঘোষণা অনুযায়ী জনকণ্ঠের সাংবাদিক-কর্মচারীরা কেউই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো কাজ করেননি। জনকণ্ঠ ঐক্য পরিষদ এই কর্মসূচির বিষয়ে আগেই জনকণ্ঠের মালিকপক্ষকে জানিয়েছিল।
জনকণ্ঠ ঐক্য পরিষদ এর আগেও মালিকপক্ষকে কয়েক দফা চিঠি দিয়েছিল। কিন্তু মালিকপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এমন পরিস্থিতিতে তারা তাদের বেতন ও সমুদয় পাওনা বুঝে পেতে কর্মবিরতির কর্মসূচি শুরু করেন।
জনকণ্ঠ ঐক্য পরিষদ জানিয়েছে, জনকণ্ঠের সব সাংবাদিক-কর্মচারীদের বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সব বিভাগকে একসঙ্গে দিতে হবে। একই সঙ্গে বকেয়া বেতনও সমন্বয় করে দিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ