সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্ধ শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ-৩ আসন নিজেকে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার জনবল সংকটে ধুঁকছে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচন দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি ব্রাজিল-আর্জেন্টিনার পর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু বাংলাদেশে পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার বার্তা ড. ইউনূসের দেড় যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি শ্রেণিকক্ষে পাঠদান করলেন জেলা প্রশাসক সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে ৩০ ডিসেম্বর শুরু বিপিএল, চূড়ান্ত সূচি প্রকাশ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করুন : মির্জা ফখরুল ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল : উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ সাদপন্থিদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি ঢালাও মামলার প্রবণতা অত্যন্ত বিব্রত করে : আসিফ নজরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সমাবেশ ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ফারজানা ব্রাউনিয়া আমন ধান কর্তন উদ্বোধন

দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৯:১৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৯:১৯:০৫ পূর্বাহ্ন
দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬৫)সহ অন্তত ১০জন আহত হন। গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে শরিশ্যাম গ্রামের সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১২টার দিকে মারা যান। তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামের সামনের সড়কে গত ২৮ অক্টোবর বেলা ১২টার দিকে শরিশ্যাম গ্রামের সবুজ মিয়ার (৪৫) ছেলে মারুফ মিয়া (১০) একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ের নাতি সীতা বেগমের (৬) উপর বাইসাইকেল তুলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মোহাম্মদ আলী শিশু মারুফকে গালমন্দ করেন। ঘটনাটি মারুফ মিয়া তার বাবা সবুজ মিয়াকে জানায়। ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে শরিশ্যাম গ্রামের সামনের সড়কে মোহাম্মদ আলীর সঙ্গে এ নিয়ে সবুজ মিয়ার কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে লাঠি, দা, ধারালো অস্ত্রের আঘাতে নারী-পুরুষসহ দুই পক্ষের অন্তত ১০জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আলীকে ওইদিন সন্ধ্যায় পাশের নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১০টার দিকে আহত ওই বৃদ্ধকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন রাত তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সোখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টা বেজে ১০মিনিটের সময় তিনি মারা যান। ধর্মপাশা থানার এসআই সনজিত কুমার রায় বলেন, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলীর ছোট ভাই আবদুল মজিদ (৫১) বাদী হয়ে সবুজ মিয়াসহ নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮ থেকে ৯জনকে আসামি করে গত ২৯ অক্টোবর থানায় একটি মামলা করেছেন। এজাহারভুক্ত আসামিদের মধ্যে এখন পর্যন্ত একজনকে আমরা গ্রেফতার করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যসব আসামিরা পলাতক রয়েছেন। গুরুতর আহত বৃদ্ধ মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর সোমবার রাতে মারা গেছেন। লাশ এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ