সুনামগঞ্জ , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ সশস্ত্র বাহিনী দিবস পলাশ ইউপি চেয়ারম্যান সোহেল আহমদ কারাগারে মুজিববর্ষ উদযাপনে খরচ ১২৬১ কোটি টাকা পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম লাখে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় শিক্ষা কর্মকর্তাকে জামালগঞ্জে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই ধর্মপাশায় আসামি গ্রেফতার শহরে ফুটপাত দখল করে দোকানপাট: যানজটে জনভোগান্তি পিকনিক স্পটে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ তুমি যে চেয়ে আছ আকাশ ভরে আ.লীগের সঙ্গে কোনো সমঝোতা নেই : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামালগঞ্জে এক পরিবারের ৩ বসতঘর পুড়ে ছাই ব্যাংকের সব শাখায় ১, ২ ও ৫ টাকার কয়েন লেনদেনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে সারদায় প্রশিক্ষণরত আরও তিন এসআইকে অব্যাহতি আ.লীগের পুনর্বাসনে চেষ্টাকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে : হাসনাত আবদুল্লাহ খেলাপি আদায়ে অর্থ ঋণ আদালতকে সক্রিয় করছে সরকার সংস্কার শেষে নির্বাচন কোনো যৌক্তিক কথা নয় : মঈন খান ফোকাস এখন একটাই- নির্বাচন : মির্জা ফখরুল

​অন্তর্বর্তী সরকার তিন মাসের বেশি চায় না বিএনপি

  • আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০১:১৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০১:১৯:০৩ পূর্বাহ্ন
​অন্তর্বর্তী সরকার তিন মাসের বেশি চায় না বিএনপি
বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তিন মাসের বেশি চায় না। দলটির নেতারা ইতিমধ্যে আগামী তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের জোর দাবি জানিয়েছেন। দেশের চলমান পরিস্থিতিতে তারা মনে করছেন, পরিস্থিতি বিএনপির অনুকূলে আছে। নেতাকর্মীরা চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে ফুরফুরে মেজাজে আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা উজ্জীবিত। শেখ হাসিনার দেশত্যাগের ফলে প্রতিপক্ষ আওয়ামী লীগের অবস্থান নেই। এই সুযোগে নির্বাচন আদায় করে নিতে চায় বিএনপি।

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগের ১৫ বছরের শাসন অবসানের পর নির্বাচন আয়োজনের প্রয়োজনে বৃহস্পতিবার দায়িত্ব নেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপিসহ অন্য বিরোধীদের চাওয়া দ্রুত নির্বাচন দেওয়া। যদিও এখনই আলোচনা হচ্ছে এই সরকারের নতুন নির্বাচন আয়োজনে সময় লাগবে। কারণ হিসেবে দেশের আইনশৃঙ্খলা, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়কে সামনে আনা হচ্ছে। শেখ হাসিনা সরকার পদত্যাগের ফলে এসব ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। তাই রাষ্ট্র মেরামতে নতুন সরকারের কিছুটা সময় লাগবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও রাষ্ট্র মেরামতে সময় লাগবে বলে অভিমত পোষণ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দুদিন জোরালোভাবে বলেছেন, দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিতে। যদিও এর কারণ ব্যাখ্যা করতে চাননি তিনি। তবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের চাওয়া থাকবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। অর্থনীতি সচল রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করা যাবে না। তা রুখে দিতে হবে। গত ১৫-১৬ বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি। তাদের চাহিদা দ্রুত নির্বাচনের। ছাত্র-জনতার এ রক্তঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, গণতান্ত্রিক একটি রাষ্ট্রে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না। এতে অনেক সংকট তৈরি হবে। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে কথা বলব নতুন সরকারের সঙ্গে। তাদের বিষয়গুলো উপস্থাপন করব। আমাদের প্রত্যাশা এই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারবে। রাজনৈতিক দল হিসেবে আমরা তাদের সর্বোচ্চ সহায়তা করব।

বিএনপির মাঠ পর্যায়ের নেতারা গত বুধবার সমাবেশে প্রায় একই কথা বলেন। তারা দ্রুত নির্বাচনের তাগিদ জানিয়ে নানা ¯ে¬াগান দেন সমাবেশে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামো সংস্কারে সময় তো লাগবে। এখন সেই সময়সীমা আমরা সব রাজনৈতিক দল মিলে আলোচনা করে ঠিক করব। পরে অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরব। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে কেমন সময় লাগে তা এখনই বলা যাচ্ছে না। এটি আলাপ-আলোচনার বিষয়। দেশে গণতান্ত্রিক অনেক কাঠামো ভেঙে পড়েছে। তা মেরামত জরুরি। অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে এসব কাজ করবেন।

অন্যদিকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহ¯পতিবার সকালে মার্কিন দূতাবাসে এই সাক্ষাৎ হয়। সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। - সময়ের আলো

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স