সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্ধ শতাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ-৩ আসন নিজেকে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার জনবল সংকটে ধুঁকছে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচন দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি ব্রাজিল-আর্জেন্টিনার পর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু বাংলাদেশে পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার বার্তা ড. ইউনূসের দেড় যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি শ্রেণিকক্ষে পাঠদান করলেন জেলা প্রশাসক সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে ৩০ ডিসেম্বর শুরু বিপিএল, চূড়ান্ত সূচি প্রকাশ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করুন : মির্জা ফখরুল ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল : উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ সাদপন্থিদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি ঢালাও মামলার প্রবণতা অত্যন্ত বিব্রত করে : আসিফ নজরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সমাবেশ ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ফারজানা ব্রাউনিয়া আমন ধান কর্তন উদ্বোধন

জলমহাল নিয়ে পাল্টাপাল্টি হামলা প্রসঙ্গে

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৩:২৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৩:২৯:১৪ অপরাহ্ন
জলমহাল নিয়ে পাল্টাপাল্টি হামলা প্রসঙ্গে
গণমাধ্যমান্তরে সংবাদ সম্প্রচারিত হয়েছে যে, জলমহালে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগসহ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। বলা হয়েছে, সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর এলাকায় বিগত ২৫ বছরে জলমহাল ঘুরেফিরে শাসন করেছেন, আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের প্রভাবশালীরা। বিএনপির শাসনামলে বিএনপি নেতারা, আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের নেতারা জলমহাল দখলে ছিলেন। বিগত সময়ে কোথাও নামেমাত্র রাজস্ব দিয়ে, কোথাওবা রাজস্ব ছাড়াই হয়েছে অনেক জলমহাল লুটপাট। একজন বলেছেন, ‘মোকারম শুনেছি বিভিন্ন জলমহাল ইজারা নিয়ে টুকরো টুকরো করে বিক্রয় করেছে। ভৈরবের এক ব্যবসায়ীর কাছ থেকেও ৩৫ লাখ টাকা এনেছে। সে জলমহালে শেয়ার দেবার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে দুই কোটি [টাকা] হাতিয়ে নিয়েছে।’ এবংবিধ সংবাদে প্রতিপন্ন হয় যে, প্রকৃতপ্রস্তাবে জলমহালগুলো ব্যক্তিগত সম্পত্তির মতো হয়ে গেছে কেবল নয়, বরং পুরনো ইজারানীতিই প্রকারান্তরে বহাল আছে। পুরনো ইজারানীতি মোতাবেক ব্যক্তি বিশেষকে ইজারা দেওয়া হতো। পরে এই নীতি বদলে ব্যক্তিবিশেষের বদলে মৎস্যজীবী সমিতিকে ইজারা দেওয়ার নীতি প্রবর্তন করা হয় এবং প্রকারান্তরে এই নতুন নীতিটি হয়ে দাঁড়ায় সমিতির নামে ইজারা নিয়ে রাজনীতিক প্রভাবশালীদের জলমহাল দখলের নীতি। লক্ষণীয় যে, জলমহালের দখল-বেদখল নিয়ে পারস্পরিক অভিযোগ ও সংঘর্ষ-হামলার ঘটনাগুলো কিন্তু বিবদমান দুই মৎস্যজীবী সমিতির মধ্যে সংঘটিত হয় নি বা হচ্ছে না। অর্থাৎ কাগজে নাহলেও বাস্তবে জলমহালের দখলে আছেন কোন না কোনও ব্যক্তি, কোনও মৎস্য সমিতি নয়। অথচ সরকার থেকে প্রতিটি জলমহাল কোনও না কোনও মৎস্যজীবী সমিতিকে ইজারানীতি মেনে ইজারা দেওয়া হয়েছে। সত্যিকার অর্থে একেই বলে রাজনীতিক কেরদানি, যে-কেরদানির জোরে মৎস্যজীবী সমিতির নামে দেওয়া জলমহাল প্রভাশালীর দখলে চলে যায়। এমতাবস্থায় অনেকেই মনে করেন বর্তমান কার্যকর জলমহাল ইজারানীতি বাতিল করে নতুন নীতি প্রবর্তন করা দরকার। প্রভাবশালীদের জলমহাল দখলের প্রবণতারোধী জলমহাল ইজারানীতি নিয়ে বিস্তারিত আলোচনার অবকাশ এখানে নেই। কেবল বলি, নীতিটি এমন হতে হবে যাতে করে মৎস্যজীবী সমিতির নামে প্রভাবশালীরা জলমহাল দখলের কোনও সুযোগ না পায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ