সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

অটোরিকসা চাপায় শিক্ষক নিহত বিচারের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৮:৫০:১৬ পূর্বাহ্ন
অটোরিকসা চাপায় শিক্ষক নিহত বিচারের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পিটিআইয়ের প্রশিক্ষণার্থী শিক্ষক রাজীব চৌধুরীকে ‘হত্যাকারী’ অটোরিকসা চালক হুমায়ুনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। রবিবার দুপুরে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে প্রশিক্ষণার্থী শিক্ষকসহ প্রাথমিক শিক্ষকবৃন্দ এই কর্মসূচি পালন করেন। তারা অটোরিকসা চালক হুমায়ুনকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন। অটোরিকসা চালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়া শিক্ষক সমাজ অবস্থান নিয়ে কর্মসূচি পালনকালে চরম যানজট দেখা দেয়। তখন পুলিশ ও সেনাবাহিনী এসে শিক্ষকদের বিচারের আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে এসময় শিক্ষকরা অনিবন্ধিত অটোরিকসা বন্ধেরও দাবি জানান। উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে প্রশিক্ষণার্থী শিক্ষক রাজীব চৌধুরীকে অটোরিকসা চাপা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট রেফার করা হয়। সিলেট থেকে এয়ার এম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে গত ৮ নভেম্বর আইসিইউতে মারা যান রাজীব চৌধুরী। তার মৃত্যুর পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা গাড়ি চালক হুমায়ুনকে গ্রেপ্তারের দাবি জানান। শিক্ষক রাজীব চৌধুরীর মৃত্যুতে ক্ষুব্ধ প্রাথমিক প্রশিক্ষণার্থী শিক্ষকরা রবিবার দুপুরে পিটিআই সড়কের সামনে প্রতিবাদী কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় তীব্র যানজট দেখা দেয়। এসময় পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন। ক্ষুব্ধ শিক্ষকরা ২৪ ঘণ্টার মধ্যে অটোরিকসাচালক হুমায়ুনকে গ্রেফতারের দাবি জানান। প্রশাসন বিচারের আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি সমাপ্তি করেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক নেতা গিয়াস উদ্দিন, হারুন রশিদ, রানা তালুকদার, আতাউর রহমান তালুকদার, আরতি রানী তালুকদার, আবুল কালাম আজাদ, রোকসানা ইয়াসমিন, বাদল তালুকদার, বিপ্লব চন্দ্র দাস, সাদিয়া ইসলাম মৌ, বিবেকানন্দ দাস, ইজ্জত আলী প্রমুখ। শিক্ষক নেতা হারুন রশিদ বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি রাজীব চৌধুরী শান্তশিষ্টভাবে রাস্তা পাড়ি দিচ্ছিলেন। তিনি রাস্তার সাইডেও ছিলেন। হঠাৎ বেপরোয়া অটোরিকসা এসে তাকে চাপা দেয়। এটি একটি খুন। একজন সম্ভাবনাময় শিক্ষককে খুন করেছে বেপরোয়া চালক। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। আমরা এই দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করেছি। প্রশাসন আশ্বাস দিয়েছেন খুনিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি সমাপ্ত করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স