সুনামগঞ্জ , বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ ডিসেম্বর শুরু বিপিএল, চূড়ান্ত সূচি প্রকাশ দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করুন : মির্জা ফখরুল ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল : উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা ফারুকী-বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ সাদপন্থিদের সুযোগ দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি ঢালাও মামলার প্রবণতা অত্যন্ত বিব্রত করে : আসিফ নজরুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে সমাবেশ ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০ সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন ফারজানা ব্রাউনিয়া আমন ধান কর্তন উদ্বোধন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের বৃক্ষরোপণ অভিযান উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা হাসান ২ মাসের জন্য বন্ধ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি নগদের বিষয়ে ফরেনসিক অডিটের সিদ্ধান্ত মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া আমুর আইনজীবীকে মারধর : দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ শিশু মুনতাহা হত্যা : গৃহশিক্ষিকাসহ চার জন রিমান্ডে অর্ধকোটি টাকার অবৈধ পণ্য জব্দ

গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৮:০১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৮:০১:০৯ পূর্বাহ্ন
গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকের শোভাযাত্রা থেকে আমরা প্রমাণ করবো- বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন ফ্যাসিবাদকে পরাজিত করেছিলেন জিয়াউর রহমান। আধিপত্যবাদকে পরাজিত করেছিলেন। এই দিন স্বাধীনতা রক্ষার দিন। শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনে আড়ম্বরপূর্ণ র‌্যালি শুরু হওয়ার আগে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তার বক্তব্যের পর র‌্যালি উদ্বোধনের ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ নভেম্বর উপলক্ষে ফখরুল আরও যোগ করেন, এদিন বাংলাদেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপর হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া, আর এখন হাল ধরেছেন তারেক রহমান। তিনি আরও বলেন, ২০২৪ সালে আমরা ছাত্রজনতার আরেকটা অভ্যুত্থান দেখেছি। দীর্ঘ ১৭ বছর আমরা লড়াই-সংগ্রাম করেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারা বাংলাদেশকে একটা লুটপাটের রাজত্ব এবং মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর অনেকে এখনও দেশে রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে। তারা আবার বাংলাদেশকে আক্রমণ করবে। আমরা যেকোনও অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছি। এর জন্য সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না - বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির মহাসচিব। বিএনপির প্রচার স¤পাদক সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ। বিগত বেশ কয়েক বছরের মধ্যে এবারই অনুকূল পরিবেশে ৭ নভেম্বর পালন করছে বিএনপি। দিবসটিকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই সারাদেশে পোস্টারিং, প্রচারণা চলেছে। বৃহ¯পতিবার ৭ নভেম্বর অফিস ডে থাকায় শুক্রবার র‌্যালি করে বিএনপি। র‌্যালিতে রাজধানীসহ আশেপাশের এলাকাগুলো থেকেও বিপুল দলীয় অনুসারীরা আসেন। মিনি ট্রাকে করে সিনিয়র নেতারা র‌্যালিতে অংশ নেন। র‌্যালি উদ্বোধনের আগে থেকেই বেলা ১২টার মধ্যে নেতাকর্মী ও অনুসারীরা নয়া পল্টনে জড়ো হতে থাকেন। মিছিলে-মিছিলে যোগ হয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালিতে আকর্ষণ বাড়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্রƒপাত্মক প্রদর্শন করা হয়। একটি খাঁচার মধ্যে একজন নারী গোলাপি শাড়ি, চোখে চশমা পরে এই মিমিক্রি প্রদর্শন করেন। শুক্রবার নয়া পল্টন থেকে শুরু হয়ে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে শেষ হয়। ৭ নভেম্বর বৃহ¯পতিবার থাকায় শুক্রবার ছুটির দিনে র‌্যালি করছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যে র‌্যালি শেষ হবে। প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। দিবসটি কেন্দ্র করে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাংবাদিক সেলিমের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ