সহকর্মীকে হত্যার দায়ে চীনা নাগরিকের ১০ বছরের কারাদন্ড
- আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫৩:৪১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে নাশতা করার সময় হাতধোয়া নিয়ে ওয়েন্টাও ওয়েই (৪৮) নামে এক চীনা নাগরিককে হত্যার ঘটনায় তারই সহকর্মী আরেক চীনা নাগরিক জো চাওকে (৪০) ১০ বছরের কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন।
আদালত সূত্র জানায়, সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন স্থানীয় কুমারগাঁওয়ের বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ১২ জন চীনা নাগরিক। ২০২১ সালের ১৮ মে সকালে টেবিলে নাশতা করার সময় একই পাত্রে হাত ধোয়া নিয়ে ওয়েন্টাও ওয়েই ও জো চাওয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় জো চাও হত্যার উদ্দেশ্যে ওয়েন্টাও ওয়েইকে ছুরিকাঘাত করেন। এতে ওয়েন্টাও ওয়েইয়ের মৃত্যু হয়। এ সময় ধস্তাধস্তিতে জো চাও নামে ওই চীনা নাগরিকও আহত হন। এ ঘটনায় পরদিন রাতে নিহত ব্যক্তির স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটে মহানগর পুলিশের কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার রায় দেন বিচারক।
এসব তথ্য নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান। তিনি বলেন, মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। রায় দেওয়ার সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন। বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ