শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি
- আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫০:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৮:৫০:১৩ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে অসময়ে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে শাক-সবজি বাগানেরও ক্ষতি হয়।
৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার উপর দিয়ে প্রবল গতিতে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
কৃষকরা জানান, অসময়ে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান ঝরে গেছে। এছাড়া আধাপাকা ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা ও যুগলনগর এলাকার হাওরে উৎপাদিত আমন ধানের এমন ক্ষতি হয়।
খাশিলা গ্রামের কৃষক এনামুল হক বলেন, জীবনে কখনো দেখিনি আমন ধান শিলাবৃষ্টিতে নষ্ট হতে। অসময়ে শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতি হওয়ায় রীতিমতো হতবাক হয়ে যান কৃষকেরা।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, শিলাবৃষ্টিতে দেশের অন্য স্থানে ব্যাপক ক্ষতি হলেও জগন্নাথপুরে অল্পতে রক্ষা হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় সহায়তা প্রদান করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ